৭টি কেক কেটে ছেলের সপ্তম জন্মমাস উদযাপন পরীমনির
- প্রকাশের সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৬৬ বার পঠিত
বিনোদন ডেস্ক : দেখতে দেখতে সাত মাস হয়ে গেল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ছেলে রাজ্যর। গেল ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেছিলেন তিনই। চোখের নিমেষে আরও এক মাস পেরিয়ে গেল। আর ছেলের সাত মাস হতে আরও খুশি পরীমনি। ছেলের সাত মাস হওয়ার দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তিনি। সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন নায়িকা। সেই সব ছবিতে দেখা যায় নানা রঙের সাতটি কেক সাজিয়ে ছেলেকে নিয়ে বসে আছেন পরীমনি। ছবির ক্যাপশনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছে মা পরীমনি লেখেন, ‘আমার রাজ্যের সাত মাস পূর্ন হলো আলহামদুলিল্লাহ। শুভ সাত মাস বাজান।’
এর আগে ছেলের সঙ্গে আদুরে একটি পোস্ট করেছিলেন পরীমনি। ছবিতে দেখা যায়, খেলনা টেলিফোন কথা বলার ভান করছেন তিনি আর মায়ের দিকে একদৃষ্টিতে চেয়ে আছেন ছোট্ট রাজ্য। ছবিটি পোস্ট করে পরীমনি লেখেন, ‘আজ রাজ্যের ৭ মাস শেষ হয়ে ৮ মাসে পড়ল আলহামদুলিল্লাহ। রাজ্যের বাবা আর কতক্ষণ ? আমারা কেক কাটবো তো। হ্যালো রাজ…।’
আরোও পড়ুন। অবশেষে রাজের ঘরে ফিরলেন পরীমনি!
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় এই তারকা দম্পতির ছেলে। ছেলের প্রতি মুহূর্তই ক্যামেরাবন্দি করে রাখেন তারা। এমনকি প্রতি মাসেই রাজ্যকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখেননা ঢালিউডের এই তারকা দম্পতি। সূত্র : দৈনিক ইনকিলাব
সুমি/হককথা