৩ দিনে ৩৫০ কোটি, আদিপুরুষকে টপকে গেল জওয়ান
- প্রকাশের সময় : ০১:২১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’। আর প্রত্যাশা অনুযায়ী মুক্তির পরপরই বক্স অফিসে সুনামি চলছে জওয়ানের। মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ৩৫০ কোটির আয় ছাড়িয়েছে জওয়ান। প্রথম দুই দিনের আয়ে প্রভাসের আদিপুরুষের সাথে টেক্কা দিতে না পারলেও তৃতীয় দিনের আয়ের মাধ্যমে আদিপুরুষকে পেছনে ফেলে দিয়েছে জওয়ান।
৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের জওয়ান মাত্র তিন দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৫০ কোটি আয় করে নিয়েছে। অ্যাটলি পরিচালিত ফিল্মটি দুই দিনে বিশ্বব্যাপী ২৪০ কোটি আয় করেছে। মজার বিষয় হলো, একই পরিমাণ আয় আদিপুরুষ তার মুক্তির দুই দিনে করেছিল। তবে তৃতীয় দিনে আদিপুরুষকে টপকে গেল জওয়ান।
আদিপুরুষের সাথে জওয়ানকে তুলনা করে, চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান দুটি সিনেমার দুই দিনের আয়ের পোস্টার শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘প্রভাস বনাম শাহরুখ খান। আদিপুরুষ বনাম জওয়ান। উভয়ই বিশ্বব্যাপী বক্স অফিসে ২৪০ কোটি আয় করেছে। তবে আদিপুরুষের তিন দিনে ৩৪০ কোটি আয়ের তুলনায় ৩৫০ কোটি আয় করে আদিপুরুষকে পরাজিত করেছে জওয়ান’ দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। সূত্র : পিংকভিলা
বেলী/হককথা