হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে জওয়ানের নতুন রেকর্ড
- প্রকাশের সময় : ০১:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’। আর প্রত্যাশা অনুযায়ী মুক্তির পরপরই বক্স অফিসে সুনামি চলছে জওয়ানের। শাহরুখ খান অভিনীত জওয়ান ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত আয়ের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রশিল্পের জন্য নতুন মানদণ্ড তৈরি করছে। সিনেমাটি উদ্বোধনী দিনে ৭৫ কোটি রুপি আয় করে একটি ঐতিহাসিক উদ্বোধনী আয়ের ল্যান্ডমার্ক তৈরি করে। দ্বিতীয় দিনে ৫৩ কোটি রুপি আয় করার পর তৃতীয় দিনে ফের ইতিহাস তৈরি করেছে জওয়ান। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, এটি তৃতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ৭৪.৫০ কোটি রুপি আয় করেছে। যার ফলে মাত্র তিন দিনেই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি, যা হিন্দি চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস।
তৃতীয় দিনে জওয়ান হিন্দিতে ৬৬ কোটি রুপি, তামিলে ৫ কোটি রুপি এবং তেলুগুতে ৩.৫ কোটি রুপি আয় করে। সন্ধ্যার শো’তে জওয়ানের দর্শক হার ছিল ৭১.০৫ শতাংশ, যা রাতের শো’তে বেড়ে ৮১.৬০ শতাংশ হয়েছে। এটলির ফিল্মটি তামিল এবং তেলুগু রাজ্যে কিছু দর্শক টানতে সক্ষম হয়েছে, তবে এর বেশির ভাগ আয় হিন্দিভাষী রাজ্যগুলো থেকে আসছে। এদিকে জওয়ান বছরের সেরা হিন্দি ওপেনার হিসেবে রেকর্ড গড়েছে। পূর্বে এই রেকর্ডটি শাহরুখ খানের পাঠানের দখলে ছিল, যা উদ্বোধনী দিনে ৫৭ কোটি রুপি আয় করে।
মাত্র তিন দিনে ২০০ কোটির ক্লাবে প্রবেশের নতুন রেকর্ডও গড়েছেন জওয়ান। ২০০ কোটির ক্লাবে পৌঁছতে চার দিন লেগেছে পাঠানের এবং সানি দেওলের ‘গাদার ২’ মুক্তির পাঁচ দিনে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জিরো’র ব্যর্থতার পর কয়েক বছর চলচ্চিত্র থেকে বিরতিতে ছিলেন শাহরুখ খান। এরপর ২০২৩ সালে প্রায় সাড়ে চার বছর পর ‘পাঠান’ নিয়ে প্রত্যাবর্তন করেন কিং খান। তখন দর্শকরা তাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানায় এবং হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এরপর ‘জওয়ান’ দিয়ে আবারও পর্দা কাঁপাচ্ছেন বলিউড বাদশা। সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস
বেলী/হককথা