হাউসফুল শো দেখে আবেগাপ্লুত বুবলী
- প্রকাশের সময় : ০৪:২৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ৪১ বার পঠিত
বিনোদন ডেস্ক : চারদিকে যখন ঈদের সিনেমা ‘প্রিয়তমা’ও ‘সুড়ঙ্গ’র দাপট ঠিক সেই সময়ে পিছিয়ে নেই বুবলীর ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’। ছবি দুটির শো হাউসফুল যাচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত বুবলী। তৃপ্ত মনে জানালেন কৃতজ্ঞতা।
তার ভাষ্য, “ভীষণ ভালো লাগছে। এই যে বৃষ্টি, ঝড়, পানি জমে যাচ্ছে রাস্তায়। এর পরও মানুষ হলে আসছে ছবি দেখতে। আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’; দুটো সিনেমাই দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করছেন।
যেভাবে হাউসফুল যাচ্ছে শোগুলো, এ জন্য আমি দর্শকের প্রতি কৃতজ্ঞ।”
সম্প্রতি রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে গিয়েছিলেন বুবলী। সঙ্গে ছিলেন ‘ক্যাসিনো’র নায়ক নিরব ও সংশ্লিষ্টরা। হল পরিদর্শনের পাশাপাশি তারা গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তাদের উচ্ছ্বাস ফুটে ওঠে।
বুবলী মনে করেন, বাংলা সিনেমার বিপুল দর্শক রয়েছে। সে জন্য এমন প্রতিকূল পরিবেশেও তারা হলে ছুটে আসছেন। তিনি বলেন, ‘দর্শকের মুখে মুখেই কিন্তু সিনেমা ছড়িয়ে যায়। আমি কিছুক্ষণ আগেও দেখলাম, কানায় কানায় পূর্ণ দর্শক, বাইরে লাইন ধরে আছে। আমার প্রত্যাশা পূরণ হয়েছে তো বটে, অতিক্রমও করেছে। আমি একটু চিন্তায় ছিলাম, কারণ ঈদের দিন থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টি। কিন্তু বাংলা সিনেমার দর্শক আছে এবং ভালো ভালো দর্শক; যারা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসে। না থাকলে কিন্তু তারা এত কষ্ট করে এসে আমাদের হাউসফুল শো উপহার দিত না।’
সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়ও সে রকম বার্তা রয়েছে বলে জানালেন তিনি। ‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে বুবলীর সঙ্গে আছেন মাহফুজ আহমেদ ও নাসির উদ্দিন খান। -সূত্র : দৈনিক কালের কণ্ঠ
নাসরিন /হককথা