নিউইয়র্ক ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হলিউড নয়, যে কারণে দক্ষিণী ছবিতে কাজ করতে আগ্রহী সালমান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / ৪৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : হলিউড নয়, বরং দক্ষিণী ছবিতে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী ও সালমান খান অভিনীত ‘গডফাদার’ ছবির হিন্দি ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলিউড সুপারস্টার এ মন্তব্য করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ওই সংবাদ সম্মেলনে সালমান বলেন, অনেকেই হলিউডে অভিনয় করতে চান। কিন্তু, আমি চাই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে। উত্তর এবং দক্ষিণ একজোট হয়ে কাজ করলে ভালোই হবে। গোটা ভারতবর্ষ সেই ছবি দেখবে। চিরঞ্জীবীর ভক্তরা হয়ত আমাকে ভালোবাসা দেবেন। আর আমার ভক্তরা তাকে।

সালমান খান আরও বলেন, এভাবে দক্ষিণের দর্শকরাও আমাদের ছবি দেখতে শুরু করবেন। আজকাল ৩০০-৪০০ কোটির ব্যবসা হয়। উত্তর এবং দক্ষিণ মিলেমিশে কাজ করলে হয়ত তিন হাজার বা চার হাজার কোটির ব্যবসা করাও সম্ভব হবে।

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধনে’ এর মতো ছবিগুলি বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। অন্যদিকে দক্ষিণী ছবি আরআরআর, কেজিএফ টু-র ‘পুষ্পা’র মতো সিনেমাগুলি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তেলেগু, তামিল, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। এমনকী নতুন মুক্তি পাওয়া ‘পোন্নিইন সেলভান’ ছবিও দুরন্ত গতিতে এগোচ্ছে। এই পরিস্থিতিতে সালমান খান আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণী ছবিতে অভিনয় করতে।

দক্ষিণের আরও এক সুপারস্টার প্রভাসও একই কথা বলেছিলেন। আগামীতে উত্তর এবং দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করুক এটা চান তিনিও। কিছুদিন আগে করণ জোহরও বলেছিলেন বলিউড, টলিউড বা স্যান্ডেলউডকে আলাদা করে কোনও লাভ নেই। তার চেয়ে বিনোদন জগতের সঙ্গে যুক্ত প্রত্যেককেই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা বলার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

দক্ষিণী ছবি ‘দাদাগিরি’র মধ্য দিয়ে তেলেগু ছবিতে আত্মপ্রকাশ করছেন সলমান খান। চিরঞ্জীবীর গডফাদার ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজানকে।

হককথা/এমউএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হলিউড নয়, যে কারণে দক্ষিণী ছবিতে কাজ করতে আগ্রহী সালমান

প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : হলিউড নয়, বরং দক্ষিণী ছবিতে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী ও সালমান খান অভিনীত ‘গডফাদার’ ছবির হিন্দি ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলিউড সুপারস্টার এ মন্তব্য করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ওই সংবাদ সম্মেলনে সালমান বলেন, অনেকেই হলিউডে অভিনয় করতে চান। কিন্তু, আমি চাই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে। উত্তর এবং দক্ষিণ একজোট হয়ে কাজ করলে ভালোই হবে। গোটা ভারতবর্ষ সেই ছবি দেখবে। চিরঞ্জীবীর ভক্তরা হয়ত আমাকে ভালোবাসা দেবেন। আর আমার ভক্তরা তাকে।

সালমান খান আরও বলেন, এভাবে দক্ষিণের দর্শকরাও আমাদের ছবি দেখতে শুরু করবেন। আজকাল ৩০০-৪০০ কোটির ব্যবসা হয়। উত্তর এবং দক্ষিণ মিলেমিশে কাজ করলে হয়ত তিন হাজার বা চার হাজার কোটির ব্যবসা করাও সম্ভব হবে।

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধনে’ এর মতো ছবিগুলি বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। অন্যদিকে দক্ষিণী ছবি আরআরআর, কেজিএফ টু-র ‘পুষ্পা’র মতো সিনেমাগুলি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তেলেগু, তামিল, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। এমনকী নতুন মুক্তি পাওয়া ‘পোন্নিইন সেলভান’ ছবিও দুরন্ত গতিতে এগোচ্ছে। এই পরিস্থিতিতে সালমান খান আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণী ছবিতে অভিনয় করতে।

দক্ষিণের আরও এক সুপারস্টার প্রভাসও একই কথা বলেছিলেন। আগামীতে উত্তর এবং দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করুক এটা চান তিনিও। কিছুদিন আগে করণ জোহরও বলেছিলেন বলিউড, টলিউড বা স্যান্ডেলউডকে আলাদা করে কোনও লাভ নেই। তার চেয়ে বিনোদন জগতের সঙ্গে যুক্ত প্রত্যেককেই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা বলার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

দক্ষিণী ছবি ‘দাদাগিরি’র মধ্য দিয়ে তেলেগু ছবিতে আত্মপ্রকাশ করছেন সলমান খান। চিরঞ্জীবীর গডফাদার ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজানকে।

হককথা/এমউএ