নিউইয়র্ক ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হবু বরের আশায় কবিতা লিখে ট্রলড ‘পটলকুমার’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৪০ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিরিয়ালে শিশুশিল্পীদের মধ্যে সবথেকে জনপ্রিয় নিঃসন্দেহে হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে। ওই একটি কাজই জনপ্রিয়তা এনে দেয় তাকে। তারপর মাঝে দীর্ঘ বিরতির পর আবারও কিছু সিরিয়ালে অভিনয় করলেও ওই জনপ্রিয়তাটা আর পাননি। যদিও সামাজিক মাধ্যমে বেশ পরিচিতি রয়েছে তার। সদ্য ১৫ বছরে পা দিয়েছে হিয়া। এখনও ‘পটল’ নামেই তার পরিচিতি বেশি। যদিও ছোট্ট পটল কুমারের সঙ্গে যদি এখন মেলাতে যান, তাহলে বড়সড় ধাক্কা খাবেন। এখন বিতর্কের কারণেই বেশিরভাগ সময়ে শিরোনামে থাকেন তিনি। অনলাইনে তার ছবি, ভিডিও নিয়ে প্রায়ই ট্রল হয়।

সম্প্রতি হিয়ার আরও একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। নিজের হবু স্বামীকে উদ্দেশ্য করে স্বরচিত একটি কবিতা পাঠ করতে শোনা গেছে তাকে। কেমন হবে তার স্বপ্নের পুরুষ, সেটাই উঠে এসেছে কবিতায়। সেখানে উল্লেখ রয়েছে ভবিষ্যতে তাদের সন্তানকে নিয়ে সুন্দর সংসারেরও। হিয়া কি তবে প্রেমে পড়েছেন? এত কম বয়সে মনে নতুন অনুভূতির আনাগোনা শুরু হয়েছে তার? সেই খোঁজ অবশ্য পাওয়া যায়নি। তবে তার লেখা কবিতার প্রশংসা করেছেন অনেকেই। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি।

আরোও পড়ুন । যে বিষয়টি পরীর কাছে জানতে চান রাজ

এর আগেও হিয়ার একটি ছবি নিয়ে ব্যাপক ট্রল হয়েছিল। একটি ছোট বডি হাগিং কালো পোশাকে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পোজ দিয়েছিলেন তিনি। কেউ কটাক্ষ করেছিলেন, অল্প বয়সে পেকে গেলে এই অবস্থাই হয়। তবে হিয়া জবাব দিয়েছিলেন নিজের পোস্টের মধ্যে দিয়েই। তার স্পষ্ট কথা, অনেকেই তাকে পছন্দ করেন না। কিন্তু সবার মতামত তার কাছে গুরুত্বও পায় না। সঙ্গে অবশ্য তিনি এ-ও স্পষ্ট করে দিয়েছিলেন, গ্লাসটা ওয়াইনের হলেও পানীয়টা কিন্তু অন্য। সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হবু বরের আশায় কবিতা লিখে ট্রলড ‘পটলকুমার’

প্রকাশের সময় : ০৩:১৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিরিয়ালে শিশুশিল্পীদের মধ্যে সবথেকে জনপ্রিয় নিঃসন্দেহে হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে। ওই একটি কাজই জনপ্রিয়তা এনে দেয় তাকে। তারপর মাঝে দীর্ঘ বিরতির পর আবারও কিছু সিরিয়ালে অভিনয় করলেও ওই জনপ্রিয়তাটা আর পাননি। যদিও সামাজিক মাধ্যমে বেশ পরিচিতি রয়েছে তার। সদ্য ১৫ বছরে পা দিয়েছে হিয়া। এখনও ‘পটল’ নামেই তার পরিচিতি বেশি। যদিও ছোট্ট পটল কুমারের সঙ্গে যদি এখন মেলাতে যান, তাহলে বড়সড় ধাক্কা খাবেন। এখন বিতর্কের কারণেই বেশিরভাগ সময়ে শিরোনামে থাকেন তিনি। অনলাইনে তার ছবি, ভিডিও নিয়ে প্রায়ই ট্রল হয়।

সম্প্রতি হিয়ার আরও একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। নিজের হবু স্বামীকে উদ্দেশ্য করে স্বরচিত একটি কবিতা পাঠ করতে শোনা গেছে তাকে। কেমন হবে তার স্বপ্নের পুরুষ, সেটাই উঠে এসেছে কবিতায়। সেখানে উল্লেখ রয়েছে ভবিষ্যতে তাদের সন্তানকে নিয়ে সুন্দর সংসারেরও। হিয়া কি তবে প্রেমে পড়েছেন? এত কম বয়সে মনে নতুন অনুভূতির আনাগোনা শুরু হয়েছে তার? সেই খোঁজ অবশ্য পাওয়া যায়নি। তবে তার লেখা কবিতার প্রশংসা করেছেন অনেকেই। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি।

আরোও পড়ুন । যে বিষয়টি পরীর কাছে জানতে চান রাজ

এর আগেও হিয়ার একটি ছবি নিয়ে ব্যাপক ট্রল হয়েছিল। একটি ছোট বডি হাগিং কালো পোশাকে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পোজ দিয়েছিলেন তিনি। কেউ কটাক্ষ করেছিলেন, অল্প বয়সে পেকে গেলে এই অবস্থাই হয়। তবে হিয়া জবাব দিয়েছিলেন নিজের পোস্টের মধ্যে দিয়েই। তার স্পষ্ট কথা, অনেকেই তাকে পছন্দ করেন না। কিন্তু সবার মতামত তার কাছে গুরুত্বও পায় না। সঙ্গে অবশ্য তিনি এ-ও স্পষ্ট করে দিয়েছিলেন, গ্লাসটা ওয়াইনের হলেও পানীয়টা কিন্তু অন্য। সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা