নিউইয়র্ক ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সৌদি আরবের সংগীত উৎসবে রেকর্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / ৩৯ বার পঠিত

বিনোদন ডেস্ক : সৌদি আরবে নজিরবিহীন চার দিনব্যাপী সংগীত উৎসবের অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক সাত লাখের বেশি দর্শকের সমাবেশ ঘটেছে।

রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে সৌদির নেতাদের প্রচেষ্টার প্রেক্ষিতে সংগীত ও নাচের অনুষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাত্র কয়েক বছর পর দেশটিতে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের প্রেক্ষিতে বয়কট করার আহ্বান সত্ত্বেও সুপারস্টার ফরাসি ডিজে ডেভিড গুয়েটাসহ আন্তর্জাতিক বিনোদনকারী ও সংগীতশিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করেন।

গত রবিবার (১৯ ডিসেম্বর) উৎসবটি যখন শেষ হয় তখন সৌদি আরবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবে কোভিড আক্রান্ত হয়ে সর্বাধিক আট হাজার ৮৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম চারদিনের এ সংগীত উৎসবটিতে সাত লাখ ৩২ হাজার মানুষ যোগ দিয়েছিল।

২০১৯ সালে উৎসবটি চালু হওয়ার পর থেকেই বিশাল জনসমাগম হয়ে আসছে। এই উৎসবে আগত অধিকাংশই তরুণ প্রজন্মের।

উৎসবে যোগ দেওয়া এক সৌদি নারী এএফপিকে বলেন, অংশগ্রহণকারীদের ভিড়, সংগীত, ভিআইপি কক্ষ ও অপ্রচলিত পোশাক পরিধান করার মতো দৃশ্য আমরা রিয়াদে এর আগে আর দেখিনি। -এএফপি

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সৌদি আরবের সংগীত উৎসবে রেকর্ড

প্রকাশের সময় : ১২:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : সৌদি আরবে নজিরবিহীন চার দিনব্যাপী সংগীত উৎসবের অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক সাত লাখের বেশি দর্শকের সমাবেশ ঘটেছে।

রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে সৌদির নেতাদের প্রচেষ্টার প্রেক্ষিতে সংগীত ও নাচের অনুষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাত্র কয়েক বছর পর দেশটিতে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের প্রেক্ষিতে বয়কট করার আহ্বান সত্ত্বেও সুপারস্টার ফরাসি ডিজে ডেভিড গুয়েটাসহ আন্তর্জাতিক বিনোদনকারী ও সংগীতশিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করেন।

গত রবিবার (১৯ ডিসেম্বর) উৎসবটি যখন শেষ হয় তখন সৌদি আরবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবে কোভিড আক্রান্ত হয়ে সর্বাধিক আট হাজার ৮৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম চারদিনের এ সংগীত উৎসবটিতে সাত লাখ ৩২ হাজার মানুষ যোগ দিয়েছিল।

২০১৯ সালে উৎসবটি চালু হওয়ার পর থেকেই বিশাল জনসমাগম হয়ে আসছে। এই উৎসবে আগত অধিকাংশই তরুণ প্রজন্মের।

উৎসবে যোগ দেওয়া এক সৌদি নারী এএফপিকে বলেন, অংশগ্রহণকারীদের ভিড়, সংগীত, ভিআইপি কক্ষ ও অপ্রচলিত পোশাক পরিধান করার মতো দৃশ্য আমরা রিয়াদে এর আগে আর দেখিনি। -এএফপি