নিউইয়র্ক ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন এ আর রহমান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ৫২ বার পঠিত

বিনোদন ডেস্ক : সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা গান গাইলেন ভারতের অস্কারজয়ী এ সংগীত তারকা।
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই শিল্পীর সুর ছুঁয়ে গেছে অসংখ্য দর্শক-শ্রোতার হৃদয়।
বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এ কনসার্ট শুরু হয়। আর রাত সাড়ে ৯টায় কনসার্টে পারফর্ম করতে মঞ্চে ওঠেন এ আর রহমান।
এর আগে রাত সাড়ে ৮টায় কনসার্টে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসার পরপরই শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসেন তিনি।
বিকেলে কনসার্ট শুরুর পর প্রথম পারফর্ম করে ব্যান্ডদল মাইলস। এরপর আসেন মমতাজ বেগম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।
সবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে উঠে আসেন এ আর রহমান। মঞ্চে এসে শুরুতেই ‘জয় হো’ দিয়ে শুরু করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ও বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বলেন ‘জয় বাংলা’।
হাজারো দর্শককে অশ্রুসজল করে দিলেন ‘জয় বাংলা জয় বাংলা জয় বাংলাদেশ’ গেয়ে। রহমানের সুর করা গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। এসময় প্রেসিডেন্ট বক্স থেকে মুগ্ধশ্রোতা হয়ে শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে গানটি ভিডিও করতেও দেখা যায়।
এ গানের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশের কোনো বাংলা গানে পাওয়া গেল এ আর রহমানকে। ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দারুণ জনপ্রিয় তিনি।
এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে ‘বলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি হিন্দি গানেও সুর বেঁধে কণ্ঠ দেন তিনি; সেই গানটিও মিরপুরের মঞ্চে পরিবেশন করেন এ আর রহমান। হিন্দি গানটিও লিখেছেন জুলফিকার রাসেল।
অনুষ্ঠানটি শেষ হয় রাত সাড়ে ১২টার দিকে। এসময় সবাইকে বিদায় জানান এ আর রহমান।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন এ আর রহমান

প্রকাশের সময় : ১২:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা গান গাইলেন ভারতের অস্কারজয়ী এ সংগীত তারকা।
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই শিল্পীর সুর ছুঁয়ে গেছে অসংখ্য দর্শক-শ্রোতার হৃদয়।
বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এ কনসার্ট শুরু হয়। আর রাত সাড়ে ৯টায় কনসার্টে পারফর্ম করতে মঞ্চে ওঠেন এ আর রহমান।
এর আগে রাত সাড়ে ৮টায় কনসার্টে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসার পরপরই শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসেন তিনি।
বিকেলে কনসার্ট শুরুর পর প্রথম পারফর্ম করে ব্যান্ডদল মাইলস। এরপর আসেন মমতাজ বেগম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।
সবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে উঠে আসেন এ আর রহমান। মঞ্চে এসে শুরুতেই ‘জয় হো’ দিয়ে শুরু করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ও বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বলেন ‘জয় বাংলা’।
হাজারো দর্শককে অশ্রুসজল করে দিলেন ‘জয় বাংলা জয় বাংলা জয় বাংলাদেশ’ গেয়ে। রহমানের সুর করা গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। এসময় প্রেসিডেন্ট বক্স থেকে মুগ্ধশ্রোতা হয়ে শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে গানটি ভিডিও করতেও দেখা যায়।
এ গানের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশের কোনো বাংলা গানে পাওয়া গেল এ আর রহমানকে। ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দারুণ জনপ্রিয় তিনি।
এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে ‘বলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি হিন্দি গানেও সুর বেঁধে কণ্ঠ দেন তিনি; সেই গানটিও মিরপুরের মঞ্চে পরিবেশন করেন এ আর রহমান। হিন্দি গানটিও লিখেছেন জুলফিকার রাসেল।
অনুষ্ঠানটি শেষ হয় রাত সাড়ে ১২টার দিকে। এসময় সবাইকে বিদায় জানান এ আর রহমান।
হককথা/এমউএ