সিনেমা দেখে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি
- প্রকাশের সময় : ০২:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫ বার পঠিত
বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় সিনেমা ‘প্রিয়তমা’। বেশ আলোচিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। ছেলের প্রযোজিত সিনেমাটি দেখেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।সিনেমা দেখার পরে শাকিবকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির জন্য বিশেষ শো আয়োজন করা হয়েছিল। যেখানে একটি কেক কাটা হয়। এ সময় শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, ‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।’
আরোও পড়ুন । প্রিয়াঙ্কা-আমিশাকে নিয়ে কুরুচিকর মন্তব্য পাকিস্তানি অভিনেতার
প্রিয়তমা সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ। সূত্র : কালবেলা পত্রিকা
বেলী/হককথা