নিউইয়র্ক ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সিনেপ্লেক্সে জোয়ার, সিঙ্গেল স্ক্রিনে ভাটা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৬২ বার পঠিত

বিনোদন ডেস্ক :  অনেক বাধা পেরিয়ে শুক্রবার দেশের ৪১টি হলে মুক্তি পেয়েছে বলিউড বাদশা অভিনীত সিনেমা ‘পাঠান’। জানুয়ারিতে মুক্তি পেয়ে এ ছবিটি বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে। মুক্তির প্রায় সাড়ে ৩ মাস পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পাঠান’- নিয়ে দর্শকদের আগ্রহ আগের তুলনায় কমেছে। কারণ অনেকেই ছবিটি দেখে ফেলেছেন। অনেকে আবার মুখিয়ে আছেন বড় পর্দায় ছবিটি দেখার জন্য। এ দলের দর্শকই হলে গিয়ে প্রিয় তারকা শাহরুখের ‘পাঠান’ দেখতে ভিড় করছেন। আর সেটা বেশির ভাগই সিনেপ্লেক্সে। মুক্তির প্রথম দু’দিন শুক্র ও শনিবার ‘পাঠান’ ছবিটি বেশ ভালো চলেছে সিনেপ্লেক্সগুলোতে। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ৩৪টি শো চলছে ছবিটির। এর বেশির ভাগই হাউসফুল ছিল বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ।

বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এ ছবিকে ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে। অনেকেই শাহরুখ খানের ছবি হাতে ও টিশার্ট পরে এসেছেন। ছবি দেখে বের হয়ে শাহরুখের স্টেপে নাচতেও দেখা গেছে একদল তরুণ-তরুণীকে। এদিকে যমুনার ব্লক বাস্টার সিনেমাসের ৩টি হলে ৯টি শো চলছে ‘পাঠান’র। এখানেও ছবিটি দেখতে দর্শক সমাগম ভালো। ঢাকার বাইরের সিনেপ্লেক্সেরও একই অবস্থা। তবে সিনেপ্লেক্সে ভালো গেলেও সিঙ্গেল স্ক্রিনে পড়েছে দর্শক ভাটা। সরজমিন দেখা গেছে, ঢাকা ও ঢাকার বাইরের বেশির ভাগ সিঙ্গেল স্ক্রিনে এ ছবিটি দেখতে দর্শক সমাগম তেমন নেই। ছুটির দিন হলেও অনেক হলে ২০ ভাগ দর্শকও হয়নি। হল কর্তৃপক্ষ বলছেন, ছবিটি অনেকেই দেখে ফেলায় ও অনেকেই হিন্দি ভাষা না বোঝার কারণে দর্শক সমাগম হচ্ছে না হলগুলোতে।

আরোও পড়ুন। শাহরুখ ভক্তদের জন্য সুখবর, ‘ডন থ্রি’র স্ক্রিপ্ট লেখা শেষ

রাজধানীর মধুমিতা সিনেমা হলেও প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি ছবিটির। এ হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ছুটির দিন হিসেবে ‘পাঠান’ যতটা মানুষ দেখবে প্রত্যাশা করেছিলাম ততটা হয়নি। শুক্র ও শনিবার ৩০ থেকে ৪০ ভাগ দর্শক ছবিটি দেখেছেন। এদিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের অবস্থা আরও শোচনীয়। ছবিটি দেখতে শুক্রবার এ হলের ৩ শোতে দর্শক হয়েছে মাত্র ২০০’র মতো। একই অবস্থা রাজধানী ও এর বাইরের সিঙ্গেল স্ক্রিনগুলোরও। ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অতিথি চরিত্রে রয়েছেন সালমান খানও। সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ‘পাঠান’-এর বিপরীতে ভারতে রপ্তানি করা হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ সিনেমা ‘পাঙ্কু জামাই’। মানবজমিন
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সিনেপ্লেক্সে জোয়ার, সিঙ্গেল স্ক্রিনে ভাটা

প্রকাশের সময় : ১২:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

বিনোদন ডেস্ক :  অনেক বাধা পেরিয়ে শুক্রবার দেশের ৪১টি হলে মুক্তি পেয়েছে বলিউড বাদশা অভিনীত সিনেমা ‘পাঠান’। জানুয়ারিতে মুক্তি পেয়ে এ ছবিটি বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে। মুক্তির প্রায় সাড়ে ৩ মাস পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পাঠান’- নিয়ে দর্শকদের আগ্রহ আগের তুলনায় কমেছে। কারণ অনেকেই ছবিটি দেখে ফেলেছেন। অনেকে আবার মুখিয়ে আছেন বড় পর্দায় ছবিটি দেখার জন্য। এ দলের দর্শকই হলে গিয়ে প্রিয় তারকা শাহরুখের ‘পাঠান’ দেখতে ভিড় করছেন। আর সেটা বেশির ভাগই সিনেপ্লেক্সে। মুক্তির প্রথম দু’দিন শুক্র ও শনিবার ‘পাঠান’ ছবিটি বেশ ভালো চলেছে সিনেপ্লেক্সগুলোতে। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ৩৪টি শো চলছে ছবিটির। এর বেশির ভাগই হাউসফুল ছিল বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ।

বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এ ছবিকে ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে। অনেকেই শাহরুখ খানের ছবি হাতে ও টিশার্ট পরে এসেছেন। ছবি দেখে বের হয়ে শাহরুখের স্টেপে নাচতেও দেখা গেছে একদল তরুণ-তরুণীকে। এদিকে যমুনার ব্লক বাস্টার সিনেমাসের ৩টি হলে ৯টি শো চলছে ‘পাঠান’র। এখানেও ছবিটি দেখতে দর্শক সমাগম ভালো। ঢাকার বাইরের সিনেপ্লেক্সেরও একই অবস্থা। তবে সিনেপ্লেক্সে ভালো গেলেও সিঙ্গেল স্ক্রিনে পড়েছে দর্শক ভাটা। সরজমিন দেখা গেছে, ঢাকা ও ঢাকার বাইরের বেশির ভাগ সিঙ্গেল স্ক্রিনে এ ছবিটি দেখতে দর্শক সমাগম তেমন নেই। ছুটির দিন হলেও অনেক হলে ২০ ভাগ দর্শকও হয়নি। হল কর্তৃপক্ষ বলছেন, ছবিটি অনেকেই দেখে ফেলায় ও অনেকেই হিন্দি ভাষা না বোঝার কারণে দর্শক সমাগম হচ্ছে না হলগুলোতে।

আরোও পড়ুন। শাহরুখ ভক্তদের জন্য সুখবর, ‘ডন থ্রি’র স্ক্রিপ্ট লেখা শেষ

রাজধানীর মধুমিতা সিনেমা হলেও প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি ছবিটির। এ হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ছুটির দিন হিসেবে ‘পাঠান’ যতটা মানুষ দেখবে প্রত্যাশা করেছিলাম ততটা হয়নি। শুক্র ও শনিবার ৩০ থেকে ৪০ ভাগ দর্শক ছবিটি দেখেছেন। এদিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের অবস্থা আরও শোচনীয়। ছবিটি দেখতে শুক্রবার এ হলের ৩ শোতে দর্শক হয়েছে মাত্র ২০০’র মতো। একই অবস্থা রাজধানী ও এর বাইরের সিঙ্গেল স্ক্রিনগুলোরও। ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অতিথি চরিত্রে রয়েছেন সালমান খানও। সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ‘পাঠান’-এর বিপরীতে ভারতে রপ্তানি করা হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ সিনেমা ‘পাঙ্কু জামাই’। মানবজমিন
সুমি/হককথা