নিউইয়র্ক ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সিঙ্গার এসোসিয়েশনের বর্ণাঢ্য বৈশাখী কনসার্ট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
  • / ৭৯৪ বার পঠিত

নিউইয়র্ক: বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষ্যে সিঙ্গার এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান ইউএসএ ‘বৈশাখী কনসার্ট’-এর আয়োজন করে। গত ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ ক্লাব সনম-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য ‘বৈশাখী কনসার্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কন্ঠযোদ্ধা শহীদ হাসান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এমদাদুল হক, খানস টিউটোরিয়াল-এর প্রেসিডেন্ট নাঈমা খান, মূলধারার রাজনীতিক অ্যাডভোকেট এন মজুমদার ও ক্লাব সনম-এর স্বত্তাধিকারী কে কাদের।
সংগঠনের সভাপতি শিল্পী শামীম সিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ছাগাও বৈশাখের গান পরিবেশিত হয়। এরপর সদ্য প্রয়াত জনপ্রিয় শিল্পী লাকী আখন্দ’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে বক্তারা সিঙ্গার এসোসিয়েশনের প্রশংসা এবং প্রবাসে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন, এমন সময় ছিলো যখন নিউইয়র্কে হাতেগোনা কয়েকজন বাংলাদেশী শিল্প ছিলো। আর আজ বিপুল সংখ্যক শিল্পী পুরো উত্তর আমেরিকা চুষে বেড়াচ্ছে। বক্তারা ভালো গানের পাশাপাশি দেশীয় শিল্প-সংস্কৃতি বিকাশে আরো অবদান রাখার জন্য প্রবাসের বাংলাদেশী শিল্পীদের প্রতি আহবান জানান।
জনপ্রিয় উপস্থাপন আবীর আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এসোসিয়েশনের সদস্য/সদস্যারা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এই পর্বের শুরুতে প্রবাসের প্রবীন ও জনপ্রিয় শিল্পীদের মধ্যে শহীদ হাসান, এমদাদুল হক, তাহমিনা শহীদ, ডা. নার্গিস রহমান প্রমুখ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এতে সংগঠনের ৫২জন শিল্পী অংশ নেন বলে জানা গেছে। এছাড়াও ছিলো রুনী ডিজায়ারের মনোজ্ঞ ফ্যাশন শো।
অনুষ্ঠানের এক পর্যায়ে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ইশতিয়াক রুমী, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী আজম, শোটাইম মিউজিক-এর আলগীর খান আলম, নিশার শুড্ডু প্রমুখকে পরিচয় করিয়ে দেন শামীম সিদ্দিকী।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত পরিবেশন। সন্ধ্যা ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই কনসার্ট। শিল্পীদের পরিবার সহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন। টাইম টেলিভিশন অনুষ্ঠানের বিশেষ অংশ সরাসরি সম্প্রচার করে।
উল্লেখ্য, এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান ইউএসএ’র সদস্য সংখ্যা শতাধিক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সিঙ্গার এসোসিয়েশনের বর্ণাঢ্য বৈশাখী কনসার্ট

প্রকাশের সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭

নিউইয়র্ক: বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষ্যে সিঙ্গার এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান ইউএসএ ‘বৈশাখী কনসার্ট’-এর আয়োজন করে। গত ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ ক্লাব সনম-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য ‘বৈশাখী কনসার্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কন্ঠযোদ্ধা শহীদ হাসান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এমদাদুল হক, খানস টিউটোরিয়াল-এর প্রেসিডেন্ট নাঈমা খান, মূলধারার রাজনীতিক অ্যাডভোকেট এন মজুমদার ও ক্লাব সনম-এর স্বত্তাধিকারী কে কাদের।
সংগঠনের সভাপতি শিল্পী শামীম সিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ছাগাও বৈশাখের গান পরিবেশিত হয়। এরপর সদ্য প্রয়াত জনপ্রিয় শিল্পী লাকী আখন্দ’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে বক্তারা সিঙ্গার এসোসিয়েশনের প্রশংসা এবং প্রবাসে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন, এমন সময় ছিলো যখন নিউইয়র্কে হাতেগোনা কয়েকজন বাংলাদেশী শিল্প ছিলো। আর আজ বিপুল সংখ্যক শিল্পী পুরো উত্তর আমেরিকা চুষে বেড়াচ্ছে। বক্তারা ভালো গানের পাশাপাশি দেশীয় শিল্প-সংস্কৃতি বিকাশে আরো অবদান রাখার জন্য প্রবাসের বাংলাদেশী শিল্পীদের প্রতি আহবান জানান।
জনপ্রিয় উপস্থাপন আবীর আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এসোসিয়েশনের সদস্য/সদস্যারা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এই পর্বের শুরুতে প্রবাসের প্রবীন ও জনপ্রিয় শিল্পীদের মধ্যে শহীদ হাসান, এমদাদুল হক, তাহমিনা শহীদ, ডা. নার্গিস রহমান প্রমুখ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এতে সংগঠনের ৫২জন শিল্পী অংশ নেন বলে জানা গেছে। এছাড়াও ছিলো রুনী ডিজায়ারের মনোজ্ঞ ফ্যাশন শো।
অনুষ্ঠানের এক পর্যায়ে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ইশতিয়াক রুমী, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী আজম, শোটাইম মিউজিক-এর আলগীর খান আলম, নিশার শুড্ডু প্রমুখকে পরিচয় করিয়ে দেন শামীম সিদ্দিকী।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত পরিবেশন। সন্ধ্যা ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই কনসার্ট। শিল্পীদের পরিবার সহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন। টাইম টেলিভিশন অনুষ্ঠানের বিশেষ অংশ সরাসরি সম্প্রচার করে।
উল্লেখ্য, এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান ইউএসএ’র সদস্য সংখ্যা শতাধিক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।