নিউইয়র্ক ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সিংহাম’ নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতির, বললেন এটা ‘ভয়ানক’ কাজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগেই পুজো করে, ঢাক ঢোল পিটিয়ে ‘সিংহাম এগেন’ এর ঘোষণা দিয়েছিলন পরিচালক রোহিত শেট্টি। এবার এক অনুষ্ঠানে ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুম্বাই আদালতের বিচারপতি গৌতম পটেল।

গৌতম পটেল বলেন, ওই ধরনের ছবিতে প্রতিটি আইনজীবীকে লাজুক-ভীরু হিসেবে দেখানো হয়। এছাড়া বিচারের দণ্ড নিজের আহতে তুলে নেন পুলিশ। এর ফলে মানুষের মনে আস্থা চলে যাচ্ছে ভারতীয় আইনব্যবস্থার ওপর।

ওই ফ্র্যাঞ্চাইজির প্রায় সব ছবিকেই ‘ভয়ানক’ আখ্যা দিয়ে ওই বিচারপতি বলেন, ওই ধরনের প্রায় সব ছবিতেই বিচারপতি ও আইনজীবীদের কাঠগড়ায় দাঁড় করায় পুলিশ অফিসাররা। দেখানো হয়, বিনা বিচারে অপরাধীদের ছেড়ে দিচ্ছেন আইনজীবী।

উদাহরণ স্বরূপ তিনি তুলে ধরেন, সিংহাম ছবির কথাও। তার প্রশ্ন, এরকমটা চলতে থাকলে মানুষের মনেও এর বিরূপ প্রভাব পড়বে। আইন-আদালতের ওপর ভরসাই উঠে যাবে।

এদিকে ‘সিংহাম’, ‘সিংহাম রিটার্নস’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’– রোহিতের এই সবকটি ছবিই সুপারহিট। বলিউডে তিনিই প্রথম কম ইউনিভার্স গড়ে তুলেছেন। এবার সেই ছবিগুলো নিয়েই এমন প্রশ্ন উঠলো। রোহিত যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি।

সূত্র : ঢাকা পোস্ট

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সিংহাম’ নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতির, বললেন এটা ‘ভয়ানক’ কাজ

প্রকাশের সময় : ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগেই পুজো করে, ঢাক ঢোল পিটিয়ে ‘সিংহাম এগেন’ এর ঘোষণা দিয়েছিলন পরিচালক রোহিত শেট্টি। এবার এক অনুষ্ঠানে ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুম্বাই আদালতের বিচারপতি গৌতম পটেল।

গৌতম পটেল বলেন, ওই ধরনের ছবিতে প্রতিটি আইনজীবীকে লাজুক-ভীরু হিসেবে দেখানো হয়। এছাড়া বিচারের দণ্ড নিজের আহতে তুলে নেন পুলিশ। এর ফলে মানুষের মনে আস্থা চলে যাচ্ছে ভারতীয় আইনব্যবস্থার ওপর।

ওই ফ্র্যাঞ্চাইজির প্রায় সব ছবিকেই ‘ভয়ানক’ আখ্যা দিয়ে ওই বিচারপতি বলেন, ওই ধরনের প্রায় সব ছবিতেই বিচারপতি ও আইনজীবীদের কাঠগড়ায় দাঁড় করায় পুলিশ অফিসাররা। দেখানো হয়, বিনা বিচারে অপরাধীদের ছেড়ে দিচ্ছেন আইনজীবী।

উদাহরণ স্বরূপ তিনি তুলে ধরেন, সিংহাম ছবির কথাও। তার প্রশ্ন, এরকমটা চলতে থাকলে মানুষের মনেও এর বিরূপ প্রভাব পড়বে। আইন-আদালতের ওপর ভরসাই উঠে যাবে।

এদিকে ‘সিংহাম’, ‘সিংহাম রিটার্নস’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’– রোহিতের এই সবকটি ছবিই সুপারহিট। বলিউডে তিনিই প্রথম কম ইউনিভার্স গড়ে তুলেছেন। এবার সেই ছবিগুলো নিয়েই এমন প্রশ্ন উঠলো। রোহিত যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি।

সূত্র : ঢাকা পোস্ট