নিউইয়র্ক ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সম্ভবত নতুন গানের প্রচারের জন্য পোস্টটা দিয়েছে নোবেল : স্ত্রী সালসাবিল মাহমুদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / ৪৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: বাবা হতে যাচ্ছেন নোবেল এমন ঘোষণা দিয়ে ফের আলোচনায় এসেছেন মাইনুল আহসান নোবেল। সম্প্রতি ফেসবুকে এমন ঘোষণা দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে জানালেন, তিনি অন্তসত্ত¡া নন। বিষয় সম্পর্কে আরেকটু পরিষ্কারভাবে জানার জন্য সালসাবিলের সঙ্গে কালের কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হয়।
সালসাবিল বলেন, ‘সম্ভবত নতুন গান মেহেরবানের প্রচারের প্রচারের জন্য নোবেল পোস্টটা দিয়েছে। এমন একটি সেন্সেটিভ পোস্ট দেওয়ার পূর্বে একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি সে। পোস্ট দেওয়ার পর বারবার যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু নোবেল আমাকে কোনো রেসপন্সই করেনি।’
নোবেল যখন এমন একটি ঘোষণা দেয়, স্বাভাবিকভাবেই পারিবারিক অনেক প্রশ্নের মুখে পড়েন সালসাবিল। পরিবারের সদস্যদের সদুত্তর দিতে না পেরে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। বলেন, আমি বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু সে নিরুত্তর। আমি হোয়াটস আপে তাকে প্রশ্ন করেছি, স্ট্যাটাস মুছে দিতে বলেছি, সে সব দেখেছে কিন্তু উত্তর দেয়নি। তার ছোটভাইকে ফোন করে বলেছি, সে নোবেলকে বলেছে। তারপরেও আমার সঙ্গে যোগাযোগ করেনি সে।
বিষয়টি নিয়ে বিব্রত সালসাবিল। আমার পরিবারের দিকের লোকেরা বলছে, ‘ওর স্বামী যেহেতু বলেছে সে কি এমনি এমনি বলবে? আমি তাদের কিভাবে বোঝাব যে নোবেল এমন অদ্ভুত কান্ড আসলে কেন ঘটিয়েছে আমি জানি না। আমি নিজেও এই প্রশ্নের উত্তর জানি না। আমি অন্তঃসত্ত¡া নই, এটা আমার চেয়ে কে ভালো বুঝবে।’
২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন সালসাবিল মাহমুদ। বিষয়টি গোপন থাকলেও গত বছর প্রকাশ্যে আসে। এরপর নোবেল নিজেও বিষয়টি খোলাসা করেন। নিজের একটি গানের মডেল হিসেবেও সালসাবিলকে যুক্ত করেন। এরপর নোবেলের সঙ্গে সর্বশেষ পাবনা ও কুষ্টিয়া ভ্রমণে সালসাবিলকে দেখা যায়।
ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়ালিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। বিতর্ক ছড়িয়ে নোবেল কিছুদিন আগেও লিখেছেন, ‘তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! জাস্ট জিরো।’ নোবেলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল দুই বাংলার সংগীতাঙ্গনে। সে জায়গায় চিড় ধরেছে। তবে এমনটা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তার ছায়াসঙ্গী। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো তার ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিতর্ক তার পিছু ছাড়েনি।
চলতি বছরের শুরুতেও অনুতপ্ত হয়ে নোবেল লিখেছিলেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার।’
নোবেল বলেন, ‘আমি জানি আমার মতো দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেওয়ার মতো কিছু হলেও আছে। তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালোবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাই না আমি, একটু ভালোবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।’
সামনে আসছে নোবেলের নতুন গান ‘মেহেরবান’। আর এই গানের প্রচারের জন্য ফেসবুককে বিতর্কের জায়গায় নিয়ে যাচ্ছেন কি না তা সময়ই বলে দেবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সম্ভবত নতুন গানের প্রচারের জন্য পোস্টটা দিয়েছে নোবেল : স্ত্রী সালসাবিল মাহমুদ

প্রকাশের সময় : ১১:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক: বাবা হতে যাচ্ছেন নোবেল এমন ঘোষণা দিয়ে ফের আলোচনায় এসেছেন মাইনুল আহসান নোবেল। সম্প্রতি ফেসবুকে এমন ঘোষণা দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে জানালেন, তিনি অন্তসত্ত¡া নন। বিষয় সম্পর্কে আরেকটু পরিষ্কারভাবে জানার জন্য সালসাবিলের সঙ্গে কালের কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হয়।
সালসাবিল বলেন, ‘সম্ভবত নতুন গান মেহেরবানের প্রচারের প্রচারের জন্য নোবেল পোস্টটা দিয়েছে। এমন একটি সেন্সেটিভ পোস্ট দেওয়ার পূর্বে একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি সে। পোস্ট দেওয়ার পর বারবার যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু নোবেল আমাকে কোনো রেসপন্সই করেনি।’
নোবেল যখন এমন একটি ঘোষণা দেয়, স্বাভাবিকভাবেই পারিবারিক অনেক প্রশ্নের মুখে পড়েন সালসাবিল। পরিবারের সদস্যদের সদুত্তর দিতে না পেরে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। বলেন, আমি বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু সে নিরুত্তর। আমি হোয়াটস আপে তাকে প্রশ্ন করেছি, স্ট্যাটাস মুছে দিতে বলেছি, সে সব দেখেছে কিন্তু উত্তর দেয়নি। তার ছোটভাইকে ফোন করে বলেছি, সে নোবেলকে বলেছে। তারপরেও আমার সঙ্গে যোগাযোগ করেনি সে।
বিষয়টি নিয়ে বিব্রত সালসাবিল। আমার পরিবারের দিকের লোকেরা বলছে, ‘ওর স্বামী যেহেতু বলেছে সে কি এমনি এমনি বলবে? আমি তাদের কিভাবে বোঝাব যে নোবেল এমন অদ্ভুত কান্ড আসলে কেন ঘটিয়েছে আমি জানি না। আমি নিজেও এই প্রশ্নের উত্তর জানি না। আমি অন্তঃসত্ত¡া নই, এটা আমার চেয়ে কে ভালো বুঝবে।’
২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন সালসাবিল মাহমুদ। বিষয়টি গোপন থাকলেও গত বছর প্রকাশ্যে আসে। এরপর নোবেল নিজেও বিষয়টি খোলাসা করেন। নিজের একটি গানের মডেল হিসেবেও সালসাবিলকে যুক্ত করেন। এরপর নোবেলের সঙ্গে সর্বশেষ পাবনা ও কুষ্টিয়া ভ্রমণে সালসাবিলকে দেখা যায়।
ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়ালিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। বিতর্ক ছড়িয়ে নোবেল কিছুদিন আগেও লিখেছেন, ‘তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! জাস্ট জিরো।’ নোবেলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল দুই বাংলার সংগীতাঙ্গনে। সে জায়গায় চিড় ধরেছে। তবে এমনটা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তার ছায়াসঙ্গী। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো তার ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিতর্ক তার পিছু ছাড়েনি।
চলতি বছরের শুরুতেও অনুতপ্ত হয়ে নোবেল লিখেছিলেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার।’
নোবেল বলেন, ‘আমি জানি আমার মতো দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেওয়ার মতো কিছু হলেও আছে। তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালোবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাই না আমি, একটু ভালোবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।’
সামনে আসছে নোবেলের নতুন গান ‘মেহেরবান’। আর এই গানের প্রচারের জন্য ফেসবুককে বিতর্কের জায়গায় নিয়ে যাচ্ছেন কি না তা সময়ই বলে দেবে।