শিল্পা-রাজের বিরুদ্ধে এবার প্রতারণার মামলা
- প্রকাশের সময় : ০৮:০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ৬০ বার পঠিত
বিনোদন ডেস্ক : সমস্যা যেন পিছু ছাড়ছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দার। পর্ণকাণ্ডে আপাতত জামিন পেলেও সেই মামলা থেকে অব্যাহতি মেলেনি রাজের। এরই মাঝে নতুন বিপত্তি। সাম্প্রতিক দেশকাল
গতকাল শনিবার (১৩ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা পুলিস স্টেশনে শিল্পা ও রাজের মামলা দায়ের করেন নিতিন বরাই নামে এক ব্যক্তি।
ওই ব্যবসায়ীর অভিযোগ করেন, ২০১৪ সালের জুলাইয়ে এসএফএল ফিটনেস কোম্পানির পরিচালক কাশিফ খান, শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা ও অন্যদের সঙ্গে অংশীদারিত্বে মুনাফা অর্জনে তাকে ওই কোম্পানিতে ১.৫১ কোটি রুপি বিনিয়োগ করতে বলেন।
তিনি দাবি করেছেন, তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এসএফএল ফিটনেস সংস্থা তাকে একটি ফ্র্যাঞ্চাইজি সরবরাহ করবে এবং পার্শ্ববর্তী পুনের হাদাপসার ও কোরেগাঁওয়ে একটি জিম ও স্পা খুলবে। তবে তা বাস্তবায়িত হয়নি।
এরপর বিনিয়োগের ১.৫ কোটি টাকা ফেরত চান নিতিন। তখনই শুরু বিপত্তি। তার দাবি, এরপর থেকেই একের পর এক হুমকি পান তিনি।
অভিযোগের ভিত্তিতেই বান্দ্রা পুলিস থানায় চারটি ধারায় দায়ের হয়েছে এফআইআর। ৪২০ (প্রতারণা), ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬ (ভীতিপ্রদর্শন), এবং 34 (সাধারণ উদ্দেশ্য) এই চারটি ধারায় দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।