শাহরুখ ভক্তদের গিনেজ রেকর্ড
- প্রকাশের সময় : ০২:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ৮৫ বার পঠিত
বিনোদন ডেস্ক : ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। মাঝে একাধিক ফ্লপ ছবির কারণে কিছুটা ম্লান হয়ে গিয়েছিল তার অবস্থান। তবে গেলো জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘পাঠান’ দিয়ে ফের বুঝিয়ে দিলেন, তিনিই কিং অব বলিউড। প্রেক্ষাগৃহে বাজিমাতের পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে ‘পাঠান’। এবার আসছে টিভি পর্দায়। আগামী ১৮ জুন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে ছবিটির। এ উপলক্ষে একটি বিশেষ পরিকল্পনা সাজানো হয়। আর তাতেই তৈরি হয়েছে গিনেজ রেকর্ড।
শনিবার (১০ জুন) শাহরুখের বাড়ি ‘মান্নাত’র সামনে ভিড় করেন ভক্তরা। তারা একত্রে অভিনেতার বিখ্যাত পোজ দেন। যেটাকে বলা হচ্ছে, ‘মোস্ট পিপল পারফর্মিং দ্য শাহরুখ খান পোজ’। একসঙ্গে প্রায় তিনশ ভক্ত এই পারফর্মেন্সে অংশ নেন।ভক্তদের এই অসামান্য উদ্যোগে চুপ করে তো বসে থাকতে পারেন না কিং অব রোম্যান্স। তাই ব্যালকনিতে আসেন এবং তাদের সঙ্গে যোগ দেন উল্লাসে। যা মুহূর্তেই ভক্তদের মুখে হাসি আর মনে আনন্দের জোয়ার এনে দেয়। ব্যতিক্রম এই আয়োজন করেছে টিভি চ্যানেল স্টার গোল্ড কর্তৃপক্ষ। এই চ্যানেলেই দেখানো হবে ‘পাঠান’। তাদের আহ্বানে সাড়া দিয়েই মান্নাতের সামনে হাজির হন ভক্তরা। তাই গিনেজ কর্তৃপক্ষের সনদে স্টার গোল্ডকে রেকর্ডধারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘‘এমন স্মরণীয় গিনেজ রেকর্ড অর্জন করে আমরা রোমাঞ্চিত। ‘পাঠান’র টিভি প্রিমিয়ার উপলক্ষে শাহরুখের ভক্তরা চাইছিলেন স্মরণীয় কিছু করতে। সেটাই বাস্তবায়ন হলো। এই অর্জন একটি রেকর্ডের চেয়েও বেশি কিছু। এটা শাহরুখ ভক্তদের একতা ও আবেগের বহিঃপ্রকাশ।’
’এদিকে গিনেজ কর্তৃপক্ষ সনদ দেওয়ার পর সেটাতে অটোগ্রাফ দিয়েছেন শাহরুখ খান। এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, শাহরুখ খানের আগামী ছবি ‘জাওয়ান’। দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। এতে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সঞ্জয় দত্ত । সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সুমি/হককথা