নিউইয়র্ক ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শাহরুখের বলিউড যাত্রার ৩০ বছর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / ৭৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : ৩০ বছর আগে একরাশ স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন। পরিবারের কেউ কখনো অভিনয় জগতে ছিলেন না। চেহারাও নায়ক হওয়ার মতো নয়, এত কিছু ‘না’ কে সাথে নিয়েই বলিউডে ৩০ বছরের সাম্রাজ্য গড়লেন কিং খান শাহরুখ খান।
একের পর এক ছবির সাফল্য আজ তিনি বলিউডের ‘বাদশা’। ১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল ‘দিওয়ানা’। বলিউড পেয়েছিল এক নতুন রোমান্টিক নায়কের খোঁজ। শাহরুখ প্রেমে ডুব দিয়েছিল বি-টাউন। শুরু থেকেই একের পর এক সফল ছবি অল্পদিনেই তাকে দিয়েছে সেরা নায়কের তকমা।
এর আগে ছোট পর্দায় ‘সার্কাস’ ধারাবাহিকে তার অভিনয় সাড়া ফেলেছিল। নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ‘দিল আশনা’ ছবিতে। ছবির পরিচালক ছিলেন হেমা মালিনী। এই ছবির কাজ চলার সময়েই ডাক পান ‘দিওয়ানা’ ছবির জন্য।
৩০ বছর আগের সেই নবাগত আজকের ‘বলিউড বাদশা’। ৩০ বছরের বলিউড সফরে রেকর্ড তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। তার সাফল্যের বুনিয়াদে রয়েছে পরপর ১৬ টি ছবি।
তার কথা বলা, পোশাক, হাঁটাচলায় মন্ত্রমুগ্ধ দর্শক। ছবিতে তার বলা সংলাপ আজও ফেরে ভক্তদের মুখে মুখে। তার সংলাপেই শুরু হয় নতুন প্রেম কাহিনি। ৫০ পেরিয়ে যাওয়া এই তরুণ নায়কের গালের টোল ফেলা হাসি আজও রং ধরায় নারী ভক্তদের মনে।
শাহরুখের ৩০ বছরের উদ্‌যাপনে ভরে গিয়েছে ভক্তদের শুভেচ্ছা বার্তায়। একজন ভক্ত লিখেছেন, ‘আপনি, সাধারণ মানুষ হয়েও কী ভাবে স্বপ্নপূরণ করতে হয় দেখিয়ে দিলেন। অভিনয়ের প্রতি ভালবাসা, ভক্তদের মন জয় করা ও তাদের আনন্দ দিয়েই কেটে গিয়েছে আপনার সারা জীবন। আমরাও আপনাকে ততটাই ভালবাসি এসআরকে।’
কিং খানও উত্তরে ৩০ বছর ধরে তাকে ভালবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শাহরুখের বলিউড যাত্রার ৩০ বছর

প্রকাশের সময় : ০১:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

বিনোদন ডেস্ক : ৩০ বছর আগে একরাশ স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন। পরিবারের কেউ কখনো অভিনয় জগতে ছিলেন না। চেহারাও নায়ক হওয়ার মতো নয়, এত কিছু ‘না’ কে সাথে নিয়েই বলিউডে ৩০ বছরের সাম্রাজ্য গড়লেন কিং খান শাহরুখ খান।
একের পর এক ছবির সাফল্য আজ তিনি বলিউডের ‘বাদশা’। ১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল ‘দিওয়ানা’। বলিউড পেয়েছিল এক নতুন রোমান্টিক নায়কের খোঁজ। শাহরুখ প্রেমে ডুব দিয়েছিল বি-টাউন। শুরু থেকেই একের পর এক সফল ছবি অল্পদিনেই তাকে দিয়েছে সেরা নায়কের তকমা।
এর আগে ছোট পর্দায় ‘সার্কাস’ ধারাবাহিকে তার অভিনয় সাড়া ফেলেছিল। নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ‘দিল আশনা’ ছবিতে। ছবির পরিচালক ছিলেন হেমা মালিনী। এই ছবির কাজ চলার সময়েই ডাক পান ‘দিওয়ানা’ ছবির জন্য।
৩০ বছর আগের সেই নবাগত আজকের ‘বলিউড বাদশা’। ৩০ বছরের বলিউড সফরে রেকর্ড তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। তার সাফল্যের বুনিয়াদে রয়েছে পরপর ১৬ টি ছবি।
তার কথা বলা, পোশাক, হাঁটাচলায় মন্ত্রমুগ্ধ দর্শক। ছবিতে তার বলা সংলাপ আজও ফেরে ভক্তদের মুখে মুখে। তার সংলাপেই শুরু হয় নতুন প্রেম কাহিনি। ৫০ পেরিয়ে যাওয়া এই তরুণ নায়কের গালের টোল ফেলা হাসি আজও রং ধরায় নারী ভক্তদের মনে।
শাহরুখের ৩০ বছরের উদ্‌যাপনে ভরে গিয়েছে ভক্তদের শুভেচ্ছা বার্তায়। একজন ভক্ত লিখেছেন, ‘আপনি, সাধারণ মানুষ হয়েও কী ভাবে স্বপ্নপূরণ করতে হয় দেখিয়ে দিলেন। অভিনয়ের প্রতি ভালবাসা, ভক্তদের মন জয় করা ও তাদের আনন্দ দিয়েই কেটে গিয়েছে আপনার সারা জীবন। আমরাও আপনাকে ততটাই ভালবাসি এসআরকে।’
কিং খানও উত্তরে ৩০ বছর ধরে তাকে ভালবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের।
হককথা/এমউএ