নিউইয়র্ক ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শান্তনুর গানে বিমোহিত দর্শক শ্রোতা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • / ৭৪৭ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর স্মরণে ব্যতিক্রমী এক সন্ধায় গান পরিবেশন করেছেন কলকাতার শিল্পী শান্তনু ভৌমিক। গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন নিউইয়র্কের সঙ্গীত অনুরাগী মানুষজন। উল্লেখ্য, ঐদিনই বাংলাদেশে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ‘ঘুম ভাঙ্গা শহরে’ আইয়ুব বাচ্চুর গানটি দিয়ে শুরু করেন শান্তনু ভৌমিক। যিনি জনপ্রিয় শিল্পী মান্না দে’র কাছে হাতে কলমে গান শিখেছেন এবং একই সাথে স্টেজে গান গেয়েছেন।
অনুষ্ঠানের আয়োজক নাসির আলী খান পল আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং রিয়েল স্টেট ব্যবসায়ী সাইফুল ইসলাম তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তাঁর স্মরণে।
অনুষ্ঠানে শিল্পী শান্তনু সঙ্গীত স¤্রাট মান্না দে’র গান সহ বিভিন্ন শিল্পীর অসংখ্য গান পরিবেশন করেন। শান্তনু’র সুরের টানে উপস্থিত দর্শকরা নস্টালজিয়ায় পড়ে যান। এছাড়াও খুশবু আলমের তবলায় শান্তনুর গানের জাদুতে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছিল ঐদিন সন্ধায়।
বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী জন ফাহিম ও আজহারুল ইসলাম, ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, এটর্নী নাজমুল আলম, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, শিল্পী শহীদ হাসান, হাসানুজ্জামান হাসান, ডা. কবির, ডা. লতিফ, খন্দকার ফরহাদ, ডা. নার্গিস, মোতাহার হোসেন, মঞ্জুরুল আলম রবিন, ইঞ্জিনিয়ার শহিদ, জহির, পলাশ, আবির আলমগীর, শাহানা রিনা, মানিক, মজিদ আব্দুল শমসের, আবুল কালাম আজাদ, রকিবুজ্জামান খান তনু, ওবায়দুর চেয়ারম্যান, আনোয়ার হোসেন, রোমানা, আফরোজা রোজি, স্বপ্না খান, নাজনীন আলমসহ অসংখ্য সঙ্গীতানুরাগী মধ্যরাত পর্যন্ত শান্তনু ভৌমিকের গানগুলো উপভোগ করেন। সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন সিরাজ। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

শান্তনুর গানে বিমোহিত দর্শক শ্রোতা

প্রকাশের সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮

নিউইয়র্ক: বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর স্মরণে ব্যতিক্রমী এক সন্ধায় গান পরিবেশন করেছেন কলকাতার শিল্পী শান্তনু ভৌমিক। গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন নিউইয়র্কের সঙ্গীত অনুরাগী মানুষজন। উল্লেখ্য, ঐদিনই বাংলাদেশে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ‘ঘুম ভাঙ্গা শহরে’ আইয়ুব বাচ্চুর গানটি দিয়ে শুরু করেন শান্তনু ভৌমিক। যিনি জনপ্রিয় শিল্পী মান্না দে’র কাছে হাতে কলমে গান শিখেছেন এবং একই সাথে স্টেজে গান গেয়েছেন।
অনুষ্ঠানের আয়োজক নাসির আলী খান পল আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং রিয়েল স্টেট ব্যবসায়ী সাইফুল ইসলাম তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তাঁর স্মরণে।
অনুষ্ঠানে শিল্পী শান্তনু সঙ্গীত স¤্রাট মান্না দে’র গান সহ বিভিন্ন শিল্পীর অসংখ্য গান পরিবেশন করেন। শান্তনু’র সুরের টানে উপস্থিত দর্শকরা নস্টালজিয়ায় পড়ে যান। এছাড়াও খুশবু আলমের তবলায় শান্তনুর গানের জাদুতে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছিল ঐদিন সন্ধায়।
বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী জন ফাহিম ও আজহারুল ইসলাম, ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, এটর্নী নাজমুল আলম, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, শিল্পী শহীদ হাসান, হাসানুজ্জামান হাসান, ডা. কবির, ডা. লতিফ, খন্দকার ফরহাদ, ডা. নার্গিস, মোতাহার হোসেন, মঞ্জুরুল আলম রবিন, ইঞ্জিনিয়ার শহিদ, জহির, পলাশ, আবির আলমগীর, শাহানা রিনা, মানিক, মজিদ আব্দুল শমসের, আবুল কালাম আজাদ, রকিবুজ্জামান খান তনু, ওবায়দুর চেয়ারম্যান, আনোয়ার হোসেন, রোমানা, আফরোজা রোজি, স্বপ্না খান, নাজনীন আলমসহ অসংখ্য সঙ্গীতানুরাগী মধ্যরাত পর্যন্ত শান্তনু ভৌমিকের গানগুলো উপভোগ করেন। সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন সিরাজ। -প্রেস বিজ্ঞপ্তি।