নিউইয়র্ক ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শকুন্তলা হতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সামান্থা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ৩৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : কিছুদিন পর মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সিনেমা শকুন্তলা। এই ছবিটি কবি কালিদাসের শকুন্তলার ওপর ভিত্তি করে বানানো হয়েছে। নাম ভূমিকায় সামান্থাকেই দেখা যাবে। অন্যদিকে দেব মোহন থাকবেন রাজা দুষ্মন্তের চরিত্র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই ছবির শ্যুটিং তার জন্য বেশ কষ্টদায়ক ছিল। তার ফুল থেকে অ্যালার্জি হয়ে যায় এই সময়। সামান্থা জানান, চরিত্রের জন্য তাকে বহু ফুলের গয়না পরতে হতো। বাহু থেকে গলা, হাতে সর্বত্র থাকত ফুলের গয়না আর সেটা থেকেই অ্যালার্জি হয় তার।

অভিনেত্রী এই বিষয়ে বলেন, সারাদিন আমি কোনো অভিযোগ, অনুযোগ ছাড়াই শুটিং করতাম। তারপর সন্ধ্যার পর থেকে আমার সমস্ত হাতে ফুলের দাগ দেখা যেত। প্রায় টানা ৬ মাস এই দাগ ছিল। মনে হতো যেন হাতে ফুলের ট্যাটু করিয়েছি। আমি ওটার ওপরেই মেকআপ লাগিয়ে শুট করেছি। কেউ এটাকে সারাতে পারেনি। তারপর অবশ্য ধীরে ধীরে চলে যায় দাগটা। ছবির জন্য খরগোশের সঙ্গে শুট করতে হয়েছে তাকে। আর তখনই একটি খরগোশ তাকে কামড়ে দেয়। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপাতত দৃষ্টিতে দেখে যা মনে হয়, ওরা অত মিষ্টি নয়।

আরোও পড়ুন । স্ত্রী নয়, অর্জুনের প্রেমিকা মালাইকার হাত ধরলেন প্রযোজক রীতেশ !

৩০ কেজির লেহেঙ্গা পরে শুট করতে হয় সামান্থাকে! শকুন্তলার পোশাক নিয়ে তিনি বলেন, নীতা লুল্লা ম্যাম শকুন্তলার জন্য কিছু সুন্দর সুন্দর পোশাক বানিয়েছিলেন। একটি গানে আমায় একটা দারুন লেহেঙ্গা পরতে হয়। আমার নাচের কথা মাথায় রেখে উনি কিছু ভারি, কিছু হালকা লেহেঙ্গা বানিয়েছিলেন। শেষ পর্যন্ত আমি একটা ৩০ কেজির লেহেঙ্গা পড়ে নাচ করেছিলাম। এই ছবিটির পরিচালনা করেছেন গুণশেখর। দেব মোহন, সামান্থা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অদিতি বালান, মোহন বাবু, গৌতমী, মাধু প্রমুখকে। আল্লু অর্জুনের ছেলে আল্লু আরহাকেও দেখা যাবে এই ছবিতে। সূত্র : যুগান্তর

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শকুন্তলা হতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সামান্থা

প্রকাশের সময় : ১২:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : কিছুদিন পর মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সিনেমা শকুন্তলা। এই ছবিটি কবি কালিদাসের শকুন্তলার ওপর ভিত্তি করে বানানো হয়েছে। নাম ভূমিকায় সামান্থাকেই দেখা যাবে। অন্যদিকে দেব মোহন থাকবেন রাজা দুষ্মন্তের চরিত্র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই ছবির শ্যুটিং তার জন্য বেশ কষ্টদায়ক ছিল। তার ফুল থেকে অ্যালার্জি হয়ে যায় এই সময়। সামান্থা জানান, চরিত্রের জন্য তাকে বহু ফুলের গয়না পরতে হতো। বাহু থেকে গলা, হাতে সর্বত্র থাকত ফুলের গয়না আর সেটা থেকেই অ্যালার্জি হয় তার।

অভিনেত্রী এই বিষয়ে বলেন, সারাদিন আমি কোনো অভিযোগ, অনুযোগ ছাড়াই শুটিং করতাম। তারপর সন্ধ্যার পর থেকে আমার সমস্ত হাতে ফুলের দাগ দেখা যেত। প্রায় টানা ৬ মাস এই দাগ ছিল। মনে হতো যেন হাতে ফুলের ট্যাটু করিয়েছি। আমি ওটার ওপরেই মেকআপ লাগিয়ে শুট করেছি। কেউ এটাকে সারাতে পারেনি। তারপর অবশ্য ধীরে ধীরে চলে যায় দাগটা। ছবির জন্য খরগোশের সঙ্গে শুট করতে হয়েছে তাকে। আর তখনই একটি খরগোশ তাকে কামড়ে দেয়। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপাতত দৃষ্টিতে দেখে যা মনে হয়, ওরা অত মিষ্টি নয়।

আরোও পড়ুন । স্ত্রী নয়, অর্জুনের প্রেমিকা মালাইকার হাত ধরলেন প্রযোজক রীতেশ !

৩০ কেজির লেহেঙ্গা পরে শুট করতে হয় সামান্থাকে! শকুন্তলার পোশাক নিয়ে তিনি বলেন, নীতা লুল্লা ম্যাম শকুন্তলার জন্য কিছু সুন্দর সুন্দর পোশাক বানিয়েছিলেন। একটি গানে আমায় একটা দারুন লেহেঙ্গা পরতে হয়। আমার নাচের কথা মাথায় রেখে উনি কিছু ভারি, কিছু হালকা লেহেঙ্গা বানিয়েছিলেন। শেষ পর্যন্ত আমি একটা ৩০ কেজির লেহেঙ্গা পড়ে নাচ করেছিলাম। এই ছবিটির পরিচালনা করেছেন গুণশেখর। দেব মোহন, সামান্থা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অদিতি বালান, মোহন বাবু, গৌতমী, মাধু প্রমুখকে। আল্লু অর্জুনের ছেলে আল্লু আরহাকেও দেখা যাবে এই ছবিতে। সূত্র : যুগান্তর

বেলী / হককথা