নিউইয়র্ক ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাত গভীর হলে লারাকে ফোন করেন সালমান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • / ২৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে লারা দত্তের লুক হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর দেখতে দেখতে প্রায় ১৯টা বছর তিনি কাটিয়ে দিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন লারা। তারপর ২০০৩ সালে ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে শুরু হয় লারার বলিউড জার্নি। বলিউডে লারা যে সব বন্ধু-বান্ধব রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার ও সালমান খান।

পার্টনার ছবিতে সালমানের সঙ্গে লারা
এবার সালমানকে নিয়ে লারা এমন এক তথ্য ফাঁস করলেন, যা শুনলে চমকে যাবেন আপনিও। মধ্যরাতে লারাকে ফোন করেন সালমান।

এমনিতে ইন্ডাস্ট্রি সালমানের বন্ধু সংখ্যা হাতে গোনা। লারারও যে অনেক বন্ধু-বান্ধব আছে তেমনটা নয়। বহু বছর আগে লারা ও সালমান ‘পার্টনার’ ছবিতে একসঙ্গে কাজ করেন। সেই সময় তো বেশ গাঢ় হয় সালমান-লারার বন্ধুত্ব।

পার্টনার ছবির আরেকটি দৃশ্য
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের কাছে লারাকে তার দীর্ঘদিনের সহকর্মীদের অভ্যাস নিয়ে প্রশ্ন করা হয়। লারার কাছে জানতে চাওয়া হয় তার কোন বলিউডের বন্ধু দীর্ঘদিনের অভ্যাসের কোনও বদল হয়নি?

লারা সটান জবাব দেন, ‘সালমান খান এখনও আমায় মধ্য রাতে কিংবা রাত ১২ টার পরই ফোন করে। আসলে ওই সময়েই সালমান জেগে থাকে তাই ফোন করে।’

লারার এই উত্তর প্রায় শোরগোল ফেলে দিয়েছে বি-টাউনে। তাহলে লারা ও সালমান কী নিভৃতে সময় কাটান- এমন প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ। তবে তার কোনও উত্তর দেননি লারা।

সম্প্রতি দিয়া মির্জা, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার তাদের প্রতিযোগিতার জেতার পরের ছবি শেয়ার করেন। আসলে ২০০০ সালে মিস ইউনিভার্স হন লারা, মিস ওয়ার্ল্ড হন প্রিয়াঙ্কা ও এশিয়া প্যাসেফিক হন দিয়া। একই বছরে ভারত থেকে তিন প্রতিযোগী জয়ী হন। পরবর্তীকালে কেরিয়ারে হিসেবে অভিনয়কেই বেছে নেন তারা।

‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগম ভাগ’, ‘পার্টনার’, ‘হাউসফুল’সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন লারা। খুব শিগগিরই লারাকে দেখা যাবে ‘কৌন বনেগা শিখরবতী’ সিরিজে। জি ফাইভে দেখা যাবে সিরিজটি।
হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাত গভীর হলে লারাকে ফোন করেন সালমান

প্রকাশের সময় : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে লারা দত্তের লুক হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর দেখতে দেখতে প্রায় ১৯টা বছর তিনি কাটিয়ে দিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন লারা। তারপর ২০০৩ সালে ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে শুরু হয় লারার বলিউড জার্নি। বলিউডে লারা যে সব বন্ধু-বান্ধব রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার ও সালমান খান।

পার্টনার ছবিতে সালমানের সঙ্গে লারা
এবার সালমানকে নিয়ে লারা এমন এক তথ্য ফাঁস করলেন, যা শুনলে চমকে যাবেন আপনিও। মধ্যরাতে লারাকে ফোন করেন সালমান।

এমনিতে ইন্ডাস্ট্রি সালমানের বন্ধু সংখ্যা হাতে গোনা। লারারও যে অনেক বন্ধু-বান্ধব আছে তেমনটা নয়। বহু বছর আগে লারা ও সালমান ‘পার্টনার’ ছবিতে একসঙ্গে কাজ করেন। সেই সময় তো বেশ গাঢ় হয় সালমান-লারার বন্ধুত্ব।

পার্টনার ছবির আরেকটি দৃশ্য
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের কাছে লারাকে তার দীর্ঘদিনের সহকর্মীদের অভ্যাস নিয়ে প্রশ্ন করা হয়। লারার কাছে জানতে চাওয়া হয় তার কোন বলিউডের বন্ধু দীর্ঘদিনের অভ্যাসের কোনও বদল হয়নি?

লারা সটান জবাব দেন, ‘সালমান খান এখনও আমায় মধ্য রাতে কিংবা রাত ১২ টার পরই ফোন করে। আসলে ওই সময়েই সালমান জেগে থাকে তাই ফোন করে।’

লারার এই উত্তর প্রায় শোরগোল ফেলে দিয়েছে বি-টাউনে। তাহলে লারা ও সালমান কী নিভৃতে সময় কাটান- এমন প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ। তবে তার কোনও উত্তর দেননি লারা।

সম্প্রতি দিয়া মির্জা, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার তাদের প্রতিযোগিতার জেতার পরের ছবি শেয়ার করেন। আসলে ২০০০ সালে মিস ইউনিভার্স হন লারা, মিস ওয়ার্ল্ড হন প্রিয়াঙ্কা ও এশিয়া প্যাসেফিক হন দিয়া। একই বছরে ভারত থেকে তিন প্রতিযোগী জয়ী হন। পরবর্তীকালে কেরিয়ারে হিসেবে অভিনয়কেই বেছে নেন তারা।

‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগম ভাগ’, ‘পার্টনার’, ‘হাউসফুল’সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন লারা। খুব শিগগিরই লারাকে দেখা যাবে ‘কৌন বনেগা শিখরবতী’ সিরিজে। জি ফাইভে দেখা যাবে সিরিজটি।
হককথা / এমউএ