নিউইয়র্ক ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রণবীরের স্বভাবটাই এমন— কীসের ইঙ্গিত দীপিকার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / ২৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এপ্রিলের ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে মালাবদল করবেন তারা। তবে বিয়েতে থাকছে না তেমন এলাহি আয়োজন। ছোটখাট আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে পর্ব সারার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার। কাছের আত্মীয়স্বজন এবং রণলিয়ার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন বিয়েতে।
রণবীরের উপস্থিত থাকার কথা ছিল দীপিকা-রণবীর সিং এর বিয়েতে। কিন্তু থাকেননি তিনি। অবশ্য না থাকার কোনো কারণ না খুঁজে পেয়েও অবাক হননি দীপিকা। কেননা, তিনি তো জানেনই এমন স্বভাব রণবীরের নতুন নয়।
কিন্তু প্রশ্ন হলো, তাদের বলিউড বন্ধুদের সংক্ষিপ্ত তালিকায় কি দীপিকা পাড়ুকোনের নামটি রয়েছে? রণবীরের বিয়েতে দীপিকার থাকা না থাকা নিয়ে এমন গুঞ্জনের কারণ তো সবার জানা। তার প্রাক্তন ছিলেন দীপিকা।
জানা যায়, রণবীরের কারণেই নাকি হয়েছিল সে বিচ্ছেদ। তিনি নাকি প্রতারণা করেছিলেন দীপিকার সাথে। এজন্য দু’জনের মধ্যে সম্পর্কের তিক্ততা চলছে তখন থেকে। যদিও আলিয়ার সাথে দীপিকার রয়েছে মধুর সম্পর্ক।
দীপিকার স্বামী রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আলিয়া। সেই সূত্র ধরে আলিয়ার ভালো বন্ধু দীপিকা। তাই রণবীরের কারণে না হোক, আলিয়ার সম্পর্কের টানেও কি দীপিকা আসবেন না তাদের এই বিয়েতে?
ভারতীয় গণমাধ্যমে দীপিকা প্রশ্নটির উত্তর একটু ভিন্নভাবে দিয়েছেন। তার কথায়, ‘রণবীরের সাথে অনেকদিন ধরেই কথা হয় না আমার। আমার বিয়ের আগে একবার কথা হয়েছিল। তারপর আর হয়নি। আসলে রণবীরের স্বভাবটাই এমন। তাই ওর কোনো কাজেই আমি অবাক হই না। এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। কিছু না বললেও অনেক কিছু বলে ফেলি আমরা।’
রণবীরের উপস্থিত থাকার কথা ছিল দীপিকা-রণবীর সিং এর বিয়েতে। কিন্তু থাকেননি তিনি। অবশ্য না থাকার কোনো কারণ না খুঁজে পেয়েও অবাক হননি দীপিকা। কেননা, তিনি তো জানেনই এমন স্বভাব রণবীরের নতুন নয়।
আলিয়ার দাদুর ইচ্ছা, নিজে উপস্থিত থেকে নাতনির বিয়ে দেবেন। কিন্তু দাদু অসুস্থ। কখন কী হয়ে যায় বলা তো যায় না! তাই তার ইচ্ছা পূরণ করতেই এগিয়ে আনা হয়েছে রণলিয়ার বিয়ে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রণবীরের স্বভাবটাই এমন— কীসের ইঙ্গিত দীপিকার

প্রকাশের সময় : ০১:৪৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এপ্রিলের ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে মালাবদল করবেন তারা। তবে বিয়েতে থাকছে না তেমন এলাহি আয়োজন। ছোটখাট আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে পর্ব সারার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার। কাছের আত্মীয়স্বজন এবং রণলিয়ার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন বিয়েতে।
রণবীরের উপস্থিত থাকার কথা ছিল দীপিকা-রণবীর সিং এর বিয়েতে। কিন্তু থাকেননি তিনি। অবশ্য না থাকার কোনো কারণ না খুঁজে পেয়েও অবাক হননি দীপিকা। কেননা, তিনি তো জানেনই এমন স্বভাব রণবীরের নতুন নয়।
কিন্তু প্রশ্ন হলো, তাদের বলিউড বন্ধুদের সংক্ষিপ্ত তালিকায় কি দীপিকা পাড়ুকোনের নামটি রয়েছে? রণবীরের বিয়েতে দীপিকার থাকা না থাকা নিয়ে এমন গুঞ্জনের কারণ তো সবার জানা। তার প্রাক্তন ছিলেন দীপিকা।
জানা যায়, রণবীরের কারণেই নাকি হয়েছিল সে বিচ্ছেদ। তিনি নাকি প্রতারণা করেছিলেন দীপিকার সাথে। এজন্য দু’জনের মধ্যে সম্পর্কের তিক্ততা চলছে তখন থেকে। যদিও আলিয়ার সাথে দীপিকার রয়েছে মধুর সম্পর্ক।
দীপিকার স্বামী রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আলিয়া। সেই সূত্র ধরে আলিয়ার ভালো বন্ধু দীপিকা। তাই রণবীরের কারণে না হোক, আলিয়ার সম্পর্কের টানেও কি দীপিকা আসবেন না তাদের এই বিয়েতে?
ভারতীয় গণমাধ্যমে দীপিকা প্রশ্নটির উত্তর একটু ভিন্নভাবে দিয়েছেন। তার কথায়, ‘রণবীরের সাথে অনেকদিন ধরেই কথা হয় না আমার। আমার বিয়ের আগে একবার কথা হয়েছিল। তারপর আর হয়নি। আসলে রণবীরের স্বভাবটাই এমন। তাই ওর কোনো কাজেই আমি অবাক হই না। এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। কিছু না বললেও অনেক কিছু বলে ফেলি আমরা।’
রণবীরের উপস্থিত থাকার কথা ছিল দীপিকা-রণবীর সিং এর বিয়েতে। কিন্তু থাকেননি তিনি। অবশ্য না থাকার কোনো কারণ না খুঁজে পেয়েও অবাক হননি দীপিকা। কেননা, তিনি তো জানেনই এমন স্বভাব রণবীরের নতুন নয়।
আলিয়ার দাদুর ইচ্ছা, নিজে উপস্থিত থেকে নাতনির বিয়ে দেবেন। কিন্তু দাদু অসুস্থ। কখন কী হয়ে যায় বলা তো যায় না! তাই তার ইচ্ছা পূরণ করতেই এগিয়ে আনা হয়েছে রণলিয়ার বিয়ে।
হককথা/এমউএ