যে কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান না আমির খান
- প্রকাশের সময় : ১১:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ৪৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : বলিউডের সিনে পাড়ার যে কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনেক নক্ষত্রের দেখা মিললেও অভিনেতা আমির খানের দেখা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান গুলো আমির সবসময়ে এড়িয়ে যান । তবে এর পেছনের কারণ হিসেবে শাহরুখ খানকেই দায়ী করেন অনেকে।
আরোও পড়ুন । শাহরিয়ার কবিরকে চেনেন না সাফা কবির!
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৫ সালের সিনেমা ‘রঙ্গিলা’র জন্য এবং ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র জন্য শাহরুখ খান ১৯৯৬-এর ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হয়েছিলেন। কিন্তু ওই বছরের ফিল্মফেয়ারে সেরা নায়কের শিরোপা পেয়েছিলেন শাহরুখ খান । বলিউড দুনিয়ার অনেকের ধারণা এই ব্যাপারটা মেনে নিতে না পেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আমির।
এছাড়া তারও আগে, ১৯৯২ সালে ‘জো জিতা ওহি সিকন্দার’ সিনেমার জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন আমির। সেসময়ও অনিল কাপূর ‘বেটা’ সিনেমর জন্য সেরা অভিনেতা হিসাবে পুরস্কৃত হয়েছিলেন । বলা হয় ,পরপর এমন ঘটনায় আমিরের ধারণা হয়, সংস্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। এর পর পরিস্থিতি আরও খারাপ হয় যখন তিনি ফিল্মফেয়ার ম্যাগাজিনের এডিটরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
যদিও কিন্তু গত ২০ বছরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না যাওয়ার কারণ প্রসঙ্গে যত বার প্রশ্ন করা হয়েছে, তত বারই বিষয়টি এড়িয়ে গিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে ২০১১ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে সংস্থা আমাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চায় আমার মনেও সেই সংস্থার প্রতি যথেষ্ঠ শ্রদ্ধা থাকাটাও খুব জরুরি। যেখানে আমি আমার প্রাপ্য সম্মান পাইনা বা যে সংস্থার প্রতি আমার মনে তেমন একটা শ্রদ্ধা নেই আমি সেখানে যাই না।’
অভিনয়জগতে পা রাখার পর আমিরকে অবশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত। এমনকি, নব্বইয়ের দশকে একাধিক বার যখন তাকে সেরা অভিনেতার তালিকায় মনোনিত করা হয়, তখন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন। সূত্র : দৈনিক ইত্তেফাক
বেলী/হককথা