নিউইয়র্ক ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যেভাবে ৯৬ কেজি থেকে ৫২-তে সারা আলি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৭ বার পঠিত

বিনোদন  ডেস্ক :  বলিউডের এই প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ সারা আলি খান। বলিউড তারকা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারাকে এখন যে লুকে দেখতে পান দর্শকরা, কবছর আগেও তেমনটি ছিলেন না তিনি। বলিউডে অভিষেকের আগে তার ওজন ছিল ৯৬ কেজি। নিজের স্থূলতা নিয়ে কোনো দিনই অভিযোগ করেননি সারা। নির্দ্বিধায় নিজের পুরনো ছবি বা ভিডিও শেয়ার করেন তিনি, যা অন্য নায়িকারা করে থাকেন না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারার একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে। সেখানে বাবা সাইফের পাশে দেখা গেল ৯৬ কেজি ওজনের সারাকে। অভিনেত্রীর কলেজ জীবনের ছবি এটি। প্রথমবার এই ছবি দেখলে সারাকে চিনতে ভুল করবেন অনেকেই। সারার ট্রান্সফরমেশন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এই ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। সারার এই ট্রান্সফরমেশনে মুগ্ধ এক অনুরাগী লেখেন— কী ধরনের ট্রান এটি সারা! পরিশ্রমটা এভাবেই জারিন্সফরমেশ রাখো, অনেক ভালোবাসা।’ আরেকজন লেখেন— একেই বলে ডেটিকেশন, দুর্দান্ত সারা।

আরোও পড়ুন। বিবাহিত পুরুষই পছন্দ সারা আলি খানের !

২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুরের সঙ্গে ‘কেদারনাথ’-সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় সারার। এর আগে বাড়তি ওজন কমিয়ে ফেলেন তিনি। বর্তমানে ৫২ কেজি ওজনের সারা সেই সময় ছিলেন ৯৬ কেজির। কীভাবে ৪৪ কিলো ওজন কমালেন তিনি? কলেজে পড়ার সময় ফাস্টফুড (পিৎজা, বার্গার) খেয়ে ওজন বেড়েছিল তার, সঙ্গে ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা। এ অবস্থায় নারীদের ওজন হু হু করে বাড়তে থাকে। নিয়মিত ডায়েট আর জিম করেই ওজন কমিয়েছেন সারা।

প্রথমে সারাদিন প্রচুর হাঁটতেন। সঙ্গে ছিল সাইক্লিং ও ট্রেডমিল। তার পর ওজন বেশখানিক কমলে নিয়মিত জিমে যেতে শুরু করেন অভিনেত্রী। অসম্ভব জেদ আর অধ্যবসয়কে কাজে লাগিয়েই এমন পারফেক্ট ফিগার পেয়েছেন সারা। ওজন ঝরানোর ব্যাপারে সারা জানিয়েছিলেন, যেখানে পিৎজা পাওয়া যায়, সেখানে প্রোটিনও পাওয়া যায়। যেখানে চকলেট পাওয়া যায়, সেখানে স্যালাডও পাওয়া যায়। ব্যস এটিই। আমি সেগুলো করেই ওজন কমিয়েছি আর কিছুটা ওয়ার্ক আউট করে নিয়ম মেনে বাঁচাটাই জরুরি।’ সূত্র : যুগান্তর
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যেভাবে ৯৬ কেজি থেকে ৫২-তে সারা আলি

প্রকাশের সময় : ১১:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন  ডেস্ক :  বলিউডের এই প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ সারা আলি খান। বলিউড তারকা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারাকে এখন যে লুকে দেখতে পান দর্শকরা, কবছর আগেও তেমনটি ছিলেন না তিনি। বলিউডে অভিষেকের আগে তার ওজন ছিল ৯৬ কেজি। নিজের স্থূলতা নিয়ে কোনো দিনই অভিযোগ করেননি সারা। নির্দ্বিধায় নিজের পুরনো ছবি বা ভিডিও শেয়ার করেন তিনি, যা অন্য নায়িকারা করে থাকেন না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারার একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে। সেখানে বাবা সাইফের পাশে দেখা গেল ৯৬ কেজি ওজনের সারাকে। অভিনেত্রীর কলেজ জীবনের ছবি এটি। প্রথমবার এই ছবি দেখলে সারাকে চিনতে ভুল করবেন অনেকেই। সারার ট্রান্সফরমেশন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এই ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। সারার এই ট্রান্সফরমেশনে মুগ্ধ এক অনুরাগী লেখেন— কী ধরনের ট্রান এটি সারা! পরিশ্রমটা এভাবেই জারিন্সফরমেশ রাখো, অনেক ভালোবাসা।’ আরেকজন লেখেন— একেই বলে ডেটিকেশন, দুর্দান্ত সারা।

আরোও পড়ুন। বিবাহিত পুরুষই পছন্দ সারা আলি খানের !

২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুরের সঙ্গে ‘কেদারনাথ’-সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় সারার। এর আগে বাড়তি ওজন কমিয়ে ফেলেন তিনি। বর্তমানে ৫২ কেজি ওজনের সারা সেই সময় ছিলেন ৯৬ কেজির। কীভাবে ৪৪ কিলো ওজন কমালেন তিনি? কলেজে পড়ার সময় ফাস্টফুড (পিৎজা, বার্গার) খেয়ে ওজন বেড়েছিল তার, সঙ্গে ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা। এ অবস্থায় নারীদের ওজন হু হু করে বাড়তে থাকে। নিয়মিত ডায়েট আর জিম করেই ওজন কমিয়েছেন সারা।

প্রথমে সারাদিন প্রচুর হাঁটতেন। সঙ্গে ছিল সাইক্লিং ও ট্রেডমিল। তার পর ওজন বেশখানিক কমলে নিয়মিত জিমে যেতে শুরু করেন অভিনেত্রী। অসম্ভব জেদ আর অধ্যবসয়কে কাজে লাগিয়েই এমন পারফেক্ট ফিগার পেয়েছেন সারা। ওজন ঝরানোর ব্যাপারে সারা জানিয়েছিলেন, যেখানে পিৎজা পাওয়া যায়, সেখানে প্রোটিনও পাওয়া যায়। যেখানে চকলেট পাওয়া যায়, সেখানে স্যালাডও পাওয়া যায়। ব্যস এটিই। আমি সেগুলো করেই ওজন কমিয়েছি আর কিছুটা ওয়ার্ক আউট করে নিয়ম মেনে বাঁচাটাই জরুরি।’ সূত্র : যুগান্তর
সুমি/হককথা