মেহজাবীনে মুগ্ধ দর্শক
- প্রকাশের সময় : ১২:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩২ বার পঠিত
ঢাকা : প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরাই একজন অভিনয়শিল্পীর কাজ। এটি নিপুণভাবে করে থাকেন মেহজাবীন চৌধুরী। বছরের শুরুতে ‘কাজলের দিনরাত্রি’ নাটকে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দর্শকের। এবার একই চিত্র দেখা গেল ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্সে’র ক্ষেত্রে। লোভ লালসা ও ভালোবাসার গল্পে নির্মিত এ সিরিজটিতে মেহজাবীনকে দেখা গেছে এক অর্থলোভী নারীর চরিত্রে। এমন একটি চরিত্রে তার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এই মুগ্ধতা সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন তারা। ফেসবুক সয়লাব হয়ে গেছে ‘দ্য সাইলেন্সে’র ইতিবাচক রিভিউয়ে। আর তার পুরোভাগ জুড়েই শুধু মেহজাবীনের প্রশংসা।
‘দ্য সাইলেন্সে’ মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ এক নেটিজেন লিখেছেন, ‘মেহজাবীনের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই সিরিজে তার বাচনভঙ্গি, সংলাপ বলা সবকিছু নজর কেড়েছে।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘মেহেজাবীন শুধু বাংলাদেশের না, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ।’ একইভাবে প্রশংসা করেছেন আরেক নেটিজেন। তিনি লিখেছেন, ‘মেহজাবীন আপুর অসামান্য অভিনয় এক কথায় সেরা।’ ছোটপর্দার এই বড় তারকার অভিনয়ে মুগ্ধ এক অনুরাগী লিখেছেন, ‘কী বলব এক কথায় অনবদ্য!’
অন্যদিকে মেহজাবীনকে নিয়ে অনেকেই স্লোগানের মতো একটি প্রশংসাসূচক বাক্য ব্যবহার করেছেন সিরিজটির রিভিউয়ে। তারা লিখেছেন, ‘মেহজাবীন মানে বরাবরই অন্যরকম। নতুন করে ফিরে এসে নতুন ধামাকা দেওয়া।’ ২৯ জানুয়ারি ওটিটি মাধ্যমে প্রকাশ পেয়েছে ‘দ্য সাইলেন্স’। ভিকি জাহেদ নির্মিত সিরিজটিতে মেহজাবীনের বিপরীতে আছেন শ্যামল মওলা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, সজল নূর প্রমুখ। সূত্র : যায়যায়দিন