নিউইয়র্ক ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মীনা কুমারীকে দেখেই শিখেছি সব : আলিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : ঝলমলে, চনমনে আলিয়া ভাট নন। তিনি এখন ‘গঙ্গুবাই’। মুম্বাইয়ের যৌনপল্লি কামাথিপুরার দাপুটে কর্মী। নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র যে চরিত্রের জন্য আমূল বদলে গিয়েছেন আলিয়া নিজেই। সৌজন্যে মীনা কুমারী।
বেশ কয়েক দশকে বলিউডের রাজপাট ছিল যার হাতে, সেই ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীই এখন আলিয়ার পাখির চোখ।
পরিচালক সঞ্জয় লীলা বনশালির নির্দেশ, কালজয়ী নায়িকার ঢঙেই অতীতের নায়িকাদের চলন-বলন, আভিজাত্য তুলে আনতে হবে নিজের অভিনয়ে। অক্ষরে অক্ষরে সেটাই মেনেছেন আলিয়া।
মীনা কুমারীর ছবি তাই মন দিয়ে দেখেছেন আলিয়া।
তার কথায়, যেভাবে পর্দায় মীনা কুমারী ফুটিয়ে তুলতেন নানা অভিব্যক্তি, যেভাবে গান গাইতেন, যেভাবে তার দুই চোখ ভরা থাকতো দুঃখে, তবু মুখের ভাষায় ফুটে উঠত মানসিক জোর— সবটাই আমায় শিখে নিতে বলেছিলেন সঞ্জয় স্যার। আমিও সেটাই করেছি।
শুধু মীনা কুমারী নন, যৌনপল্লির কর্ত্রীর চরিত্র জীবন্ত করে তুলতে শাবানা আজমির দ্বারস্থ হয়েছেন আলিয়া। যৌনপল্লির কাহিনিতে শাবানার ‘মান্ডি’ ছবিটিও দেখেছেন ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র নায়িকা। সেই ছবিতে শাবানা ছাড়াও ছিলেন আলিয়ার মা সোনি রাজদান।
দেখেছেন পরিচালক সঞ্জয়ের আগের সবক’টি ছবিও। সেই অধ্যবসায় বিফলে যায়নি। সঞ্জয় ও বাকি গোটা ইউনিট বলছে, এ ছবিতে তাক লাগিয়ে দেওয়ার মতো অভিনয় করেছেন আলিয়া।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মীনা কুমারীকে দেখেই শিখেছি সব : আলিয়া

প্রকাশের সময় : ১২:২২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : ঝলমলে, চনমনে আলিয়া ভাট নন। তিনি এখন ‘গঙ্গুবাই’। মুম্বাইয়ের যৌনপল্লি কামাথিপুরার দাপুটে কর্মী। নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র যে চরিত্রের জন্য আমূল বদলে গিয়েছেন আলিয়া নিজেই। সৌজন্যে মীনা কুমারী।
বেশ কয়েক দশকে বলিউডের রাজপাট ছিল যার হাতে, সেই ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীই এখন আলিয়ার পাখির চোখ।
পরিচালক সঞ্জয় লীলা বনশালির নির্দেশ, কালজয়ী নায়িকার ঢঙেই অতীতের নায়িকাদের চলন-বলন, আভিজাত্য তুলে আনতে হবে নিজের অভিনয়ে। অক্ষরে অক্ষরে সেটাই মেনেছেন আলিয়া।
মীনা কুমারীর ছবি তাই মন দিয়ে দেখেছেন আলিয়া।
তার কথায়, যেভাবে পর্দায় মীনা কুমারী ফুটিয়ে তুলতেন নানা অভিব্যক্তি, যেভাবে গান গাইতেন, যেভাবে তার দুই চোখ ভরা থাকতো দুঃখে, তবু মুখের ভাষায় ফুটে উঠত মানসিক জোর— সবটাই আমায় শিখে নিতে বলেছিলেন সঞ্জয় স্যার। আমিও সেটাই করেছি।
শুধু মীনা কুমারী নন, যৌনপল্লির কর্ত্রীর চরিত্র জীবন্ত করে তুলতে শাবানা আজমির দ্বারস্থ হয়েছেন আলিয়া। যৌনপল্লির কাহিনিতে শাবানার ‘মান্ডি’ ছবিটিও দেখেছেন ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র নায়িকা। সেই ছবিতে শাবানা ছাড়াও ছিলেন আলিয়ার মা সোনি রাজদান।
দেখেছেন পরিচালক সঞ্জয়ের আগের সবক’টি ছবিও। সেই অধ্যবসায় বিফলে যায়নি। সঞ্জয় ও বাকি গোটা ইউনিট বলছে, এ ছবিতে তাক লাগিয়ে দেওয়ার মতো অভিনয় করেছেন আলিয়া।
হককথা/এমউএ