‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার কারণ জানালেন তোরসা
- প্রকাশের সময় : ১১:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ৭৫ বার পঠিত
হককথা ডেস্ক : ২০১৯ সালে লন্ডনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হন চট্টগ্রামের মেয়ে রাফাহ নানজীবা তোরসা। কীভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে উঠলেন তোরসা। সেই ফিরিস্তি ভাগ করতে কালবেলার স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি। সেখানে আড্ডা দিতে দিতে বলেন, আমার মনে হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ টিম বিউটি উইথ আ পারপাস নিয়ে কাজ করে। তাই ভেবেছিলোম, আমি বিজয়ী হই বা না হই, নিজের একটা জায়গা পাব। প্রিয়াঙ্কা চোপড়া আমার আইডল ছিলেন, মিস ওয়ার্ল্ডের অনুপ্রেরণা তার কাছ থেকেই পাই।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আসরে আপনাকে গ্রহণের কারণ কী? উপস্থাপকের এই প্রশ্নের জবাবে তোরসা বলেন, তারা মুলত দেশে বা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ করছে এমন কাউকে চাইছিল। আমাকে বেছে নেওয়ার কারণ, তাদের মূল লক্ষ্য ছিল সমাজসেবায়, ক্লাইমেট চেঞ্জ বা এসডিজি নিয়ে কাজ করে এমন কেউ নেওয়া। আমি ১০ বছর বয়স থেকে শিক্ষা, মানসিক স্বাস্থ্য, পরিবেশ, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। আমার সব কাজের বায়োডেটা তাদের কাছে ছিল। আমার এরই মধ্যে এই মডেল অভিনয়ে নাম লিখিয়েছেন। তিনি একাধারে অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও সমাজকর্মী। জন্ম চট্টগ্রাম শহরে। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির আবহে বেড়ে ওঠা তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন।
২০১০ সালে এনটিভির মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার মাধ্যমে পথচলা শুরু করেন তোরসা। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। ২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। দেখা গেছে ওয়েব সিরিজেও। বর্তমানে সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিজেকে এখন ব্যস্ত রেখেছেন নানা কাজে। এ ছাড়াও নিয়মিত বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করছেন তিনি। সূত্র : কালের কন্ঠ
সাথী / হককথা