নিউইয়র্ক ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মাসব্যাপী যুক্তরাষ্ট্র মাতাবেন ইমরান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ৮৭ বার পঠিত

বিনোদন ডেস্ক :  স্টেজ, অডিও, প্লে-ব্যাকে বর্তমানে দুর্দান্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ধারাবাহিকভাবে সিনেমার গানে শ্রোতাপ্রিয় গান উপহার দিচ্ছেন তিনি। আপকামিং বেশির ভাগ ছবিতেই ইমরানের গান থাকছে। এদিকে দেশ-বিদেশের স্টেজ শোতেও ইমরানের চাহিদা এখন আকাশছোঁয়া। তারই ধারাবাহিকতায় এবার টানা এক মাস যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন এ গায়ক-সংগীত পরিচালক।

এই সময়ের মধ্যে ৮টি শো কনফার্ম হয়েছে। যোগ হতে পারে আরও দু-তিনটি শো। নিজের টিম আই কিংস নিয়েই এসব শোতে অংশ নেবেন তিনি। ডালাস দিয়ে শুরু হবে ইমরানের এ যুক্তরাষ্ট্র মিশন। ৩রা সেপ্টেম্বর ডালাসে শো করবেন তিনি। এরপর ওয়াশিংটনে ৯, ফ্লোরিডার মিয়ামীতে ১০, টেক্সাসে ১৫, সেন জসে ২৩, লস অ্যানজেলেসে ২৪, আটলান্টায় ৩০শে সেপ্টেম্বর শো করবেন তিনি।

নিউ ইয়র্কে ইমরান শো করবেন অক্টোবরের ১লা তারিখ। এর মাঝেই আরও কয়েকটি শো নিয়েও কথা চলছে বলে জানালেন এ তারকা। এ বিষয়ে ইমরান বলেন, অনেকটা সময় পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শো করতে যাচ্ছি। মাসব্যাপী বলা চলে এই শো চলবে। বেশ আগে থেকেই ঠিক হয়ে আছে শোয়ের শিডিউল। তবে এর মাঝেও নতুন কয়েকটি ডেট ঢুকে পড়তে পারে। ইমরান বলেন, প্রবাসীদের সামনে গান গাওয়াটা সব সময়ই ভালো লাগার। সেদিক থেকে এবারের ট্যুর নিয়ে আমি নিজেও এক্সাইটেড। আমার বিশ্বাস খুব ভালো ও স্মৃতিময় একটি সফর এবার হবে যুক্তরাষ্ট্রে। সূত্র : মানবজমিন
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মাসব্যাপী যুক্তরাষ্ট্র মাতাবেন ইমরান

প্রকাশের সময় : ১২:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক :  স্টেজ, অডিও, প্লে-ব্যাকে বর্তমানে দুর্দান্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ধারাবাহিকভাবে সিনেমার গানে শ্রোতাপ্রিয় গান উপহার দিচ্ছেন তিনি। আপকামিং বেশির ভাগ ছবিতেই ইমরানের গান থাকছে। এদিকে দেশ-বিদেশের স্টেজ শোতেও ইমরানের চাহিদা এখন আকাশছোঁয়া। তারই ধারাবাহিকতায় এবার টানা এক মাস যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন এ গায়ক-সংগীত পরিচালক।

এই সময়ের মধ্যে ৮টি শো কনফার্ম হয়েছে। যোগ হতে পারে আরও দু-তিনটি শো। নিজের টিম আই কিংস নিয়েই এসব শোতে অংশ নেবেন তিনি। ডালাস দিয়ে শুরু হবে ইমরানের এ যুক্তরাষ্ট্র মিশন। ৩রা সেপ্টেম্বর ডালাসে শো করবেন তিনি। এরপর ওয়াশিংটনে ৯, ফ্লোরিডার মিয়ামীতে ১০, টেক্সাসে ১৫, সেন জসে ২৩, লস অ্যানজেলেসে ২৪, আটলান্টায় ৩০শে সেপ্টেম্বর শো করবেন তিনি।

নিউ ইয়র্কে ইমরান শো করবেন অক্টোবরের ১লা তারিখ। এর মাঝেই আরও কয়েকটি শো নিয়েও কথা চলছে বলে জানালেন এ তারকা। এ বিষয়ে ইমরান বলেন, অনেকটা সময় পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শো করতে যাচ্ছি। মাসব্যাপী বলা চলে এই শো চলবে। বেশ আগে থেকেই ঠিক হয়ে আছে শোয়ের শিডিউল। তবে এর মাঝেও নতুন কয়েকটি ডেট ঢুকে পড়তে পারে। ইমরান বলেন, প্রবাসীদের সামনে গান গাওয়াটা সব সময়ই ভালো লাগার। সেদিক থেকে এবারের ট্যুর নিয়ে আমি নিজেও এক্সাইটেড। আমার বিশ্বাস খুব ভালো ও স্মৃতিময় একটি সফর এবার হবে যুক্তরাষ্ট্রে। সূত্র : মানবজমিন
সুমি/হককথা