ভাবনাকে চিঠি লিখে মুগ্ধতার কথা জানালেন ভক্ত
- প্রকাশের সময় : ০২:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১৬৪ বার পঠিত
বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের দ্যুতির তিল পরিমাণ ঘাটতি নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মাঝে। তার দর্শকপ্রিয়তাও ঈর্ষণীয়। তবুও প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে মোটেই শামিল হন না তিনি। কাজ করে যান নিজের মতো বেছে বেছে। এভাবেই যা কিছু ভালো তা দিয়ে নিজের ঝুলি পূর্ণ করছেন তিনি।
এরইমধ্যে ভাবনা তার সুফল পাচ্ছেন। বোদ্ধাদের পাশাপাশি দর্শকও তার প্রশংসায় পঞ্চমুখ। এবার তার প্রমাণ পেলেন ভাবনা। সম্প্রতি ‘ওভারট্রাম্প’ নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে ভাবনার। তার অভিনয়ে মুগ্ধ এক অনুরাগী চিঠি লিখে তাকে জানিয়েছেন সেই মুগ্ধতার কথা। সামাজিক মাধ্যমে এ খবর ভাবনা নিজেই দিয়েছেন। ভক্তের পাঠানো চিঠির ছবি প্রকাশ করেছেন। ভাবনা লিখেছেন, ‘এইমাত্র চরকি থেকে আমাকে এই চিঠিটা পাঠানো হলো। আমাকে মানুষ চেনে এটাই আমার কাছে অবাক লাগে । যখন মানুষ এসে বলে আপনার অভিনয় দেখি , বা আপনাকে ভালো লাগে আমি সত্যি অবাক হই । মাঝে মাঝে বিশ্বাস হয় না । তবে আজকে আমি একদম হা।’
এরপর তিনি লেখেন, ‘এই ২০২৩ সালে আমার কোনো এক ভক্ত আমার জন্য চিঠি লিখেছে, এটা একজন অভিনেতার জন্যে ভাগ্যের ব্যাপার । আমি জীবনে কেবল আমার কাজটাই শতভাগ সততা ও আনন্দের সাথে করার চেষ্টা করি, জীবন আমার কাছে একটি উপহার । আর এই উপহার আমার আল্লাহ আমাকে দিয়েছে । আমি আমার মালিকের কাছে শুকরিয়া করছি এক জীবনে উনি আমাকে অনেক সম্মান ও মানুষের ভালোবাসা দিচ্ছেন।’
আরোও পড়ুন । ধর্ষণকাণ্ডের জেরে স্ত্রী হারাতে বসেছেন পিএসজির আশরাফ হাকিমি
সবশেষে ভাবনা লিখেছেন, ‘আর যিনি আমাকে এই চিঠিটি লিখেছেন তার প্রতি অনেক ভালোবাসা । ফজলে রাব্বি অনেক ধন্যবাদ আমার দিনটি সুন্দর করে দেয়ার জন্যে।’‘ওভারট্রাম্পে’ ভাবনাকে দেখা গেছে রমা চরিত্রে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তারা হলেন, চঞ্চল চৌধুরী, সামিরা খান মাহি, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ। সূত্র : ঢাকা মেইল
সাথী / হককথা