ভক্ত নিসাফকে বিয়ে করলেন সঙ্গীত শিল্পী ইলিয়াস
- প্রকাশের সময় : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
- / ২৫৪২ বার পঠিত
নিউইয়র্ক: তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেন বাঁধা পড়েছেন ব্রুকলীনে বসবাসরত তারই ভক্ত নিসাফ তাবাসসুমের আঁচলে। গত ১১ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবারের নিউইয়র্ক সফরের পারফরম্যান্সের শেষ পর্যায়ে ইলিয়াস হোসেন এ বিবাহ বন্ধনে আবন্ধ হয়েছেন বলে নিজের ফেইজবুক পেইজে জানিয়েছেন। নিউইয়র্ক কাজী অফিসে এ বিয়ে পড়ান কাজী কায়্যুম।
জানা গেছে, ফেসবুকে দুইজনের মধ্যে পরিচয়, বন্ধুত্ব, অত:পর প্রেম। পরিণতিতে বিয়ে। হ্যাঁ এভাবেই প্রেমের ষোলকলা পূর্ণ করলেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাস্সুম। নিশাত আমেরিকার নাগরিক হলেও নাড়িটা বাংলাদেশেই। তার পৈতৃকবাড়ি চট্টগ্রামের সন্দীপে। তিনি মেডিকেল সায়েন্সে তৃতীয়বর্ষে পড়ছেন।
ইলিয়াস গনমাধ্যমকে জানান, দুই পরিবারের সম্মতিতেই গত ১১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ফেসবুকের মাধ্যমে দেড় বছর আগে ইলিয়াসের সঙ্গে নিশাতের পরিচয় হলেও দেখা হয় বিয়ের কয়েকদিন আগে। তারপর হুটহাট বিয়ে।
অনুভূতি প্রকাশের সময় সে বিস্ময় বেজে উঠলো ইলিয়াসের কণ্ঠেও। ইলিয়াস বলেন, ‘ফেসবুকেই ওর সঙ্গে আমার পরিচয়। খুব সুন্দর মনের মেয়ে নিশাত। ভালোবাসার মানুষের সঙ্গে শেষ পর্যন্ত ঘর বাঁধতে পেরে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের বন্ধন অটুট থাকে।’
ইলিয়াস আরও জানান, ‘নিশাত আমেরিকার নাগরিক হলেও ওর ইচ্ছে বাংলাদেশেই স্থায়ী হবে। আগামী ডিসেম্বরে জমকালো আয়োজনে বিবাহের আনন্দটা উদযাপনেরও ইচ্ছে আছে।’