বিয়ের আসরে ক্যাটরিনা, রিয়াদে উড়াল দিলেন সালমান

- প্রকাশের সময় : ০৭:১৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ৭৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : আর কিছুক্ষণ পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা কাইফ, বর ভিকি কৌশাল। ৭০০ বছরের পুরোনো দুর্গ রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস দুর্গে বসছে তাদের বিয়ের আসর। এরইমধ্যে বিয়ের পূজা শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে।খবর বাংলাদেশ জার্নাল
এদিকে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খান বিয়েতে আসবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিলো নেটিজেনদের মধ্যে। মিড ডে তাদের এক প্রতিবেদনে জানায়, ক্যাটরিনার বিয়েতে সালমান উপস্থিত থাকবেন কি না তা স্পষ্ট ছিল না কিন্তু এখন নিশ্চিত করা যায় যে, তিনি থাকছেন না, কারণ, সালমান বিয়ে এড়িয়ে গিয়েছেন।
এছাড়াও গতকাল রাতে সালমানকে দেখা গিয়েছে কালিনা বিমানবন্দরে। ট্যুরের জন্য তিনি রিয়াদের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন গতকাল। এই সফরে তার সঙ্গে রয়েছেন সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ্, মনিশ পাল ও জ্যাকুলিনরা।
সালমানের খানের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে ক্যাটরিনাকে অনেকবারই দেখা গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের বন অর্পিতা জানান, ক্যাটরিনা তার বিয়েতে অর্পিতাকে দাওয়াত দেননি।