নিউইয়র্ক ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিচারকের আসনে পূর্ণিমা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ৬৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : আবারো বিচারকের আসনে বসেছেন জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ‘টফি স্টার সার্চ’ ট্যালেন্ট হান্ট শোয়ের মূল পর্বের বিচারকের দায়িত্ব পালন করছেন বলে জানালেন তিনি। এতে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ইউনিক প্রতিভা আছে এমন প্রতিযোগীকে প্রাধান্য দিচ্ছি। সিনেমায় এসে আমার নাম মানুষের কাছে পৌঁছাতে পাঁচ থেকে ছয় বছর লেগেছিল। কিন্তু এই রিয়্যালিটি শোর মাধ্যমে যারা শেষ পর্যায়ে বাদ পড়বে তারাও মানুষের কাছে পৌঁছাবে। তবে দর্শক কাকে গ্রহণ করবে সেটা দর্শকের ব্যক্তিগত ব্যাপার। নাচ, গান, অভিনয়, খেলাধুলা বা অন্য যেকোনো প্রতিভায় পারদর্শী প্রতিযোগীরা তাদের কনটেন্ট জমা দিয়ে স্টার সার্চের বাছাই পর্বে অংশ নেয়।

সেখান থেকে বিভিন্নভাবে মেধা যাচাই করে ৩০ প্রতিযোগী ফাইনাল পর্বে অংশ নেবেন। তাদের মধ্যে কোটি টাকার পুরস্কার প্রদান করা হবে। বর্তমানে চলছে সেরা ১০-এর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শুরুর দিকে জুরি হিসেবে ছিলেন মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, ভাবনা, ঊর্মিলা, প্রতীক হাসানসহ অনেকে। তারা প্রতিভা-বানদের খুঁজে বের করেন। উল্লেখ্য, পূর্ণিমা বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। বর্তমানে উপস্থাপনায় বেশি ব্যস্ত তিনি। সবশেষ গত বছরের ৩১শে ডিসেম্বর তার অভিনীত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাটি মুক্তি পায়।
হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিচারকের আসনে পূর্ণিমা

প্রকাশের সময় : ০১:৪৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : আবারো বিচারকের আসনে বসেছেন জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ‘টফি স্টার সার্চ’ ট্যালেন্ট হান্ট শোয়ের মূল পর্বের বিচারকের দায়িত্ব পালন করছেন বলে জানালেন তিনি। এতে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ইউনিক প্রতিভা আছে এমন প্রতিযোগীকে প্রাধান্য দিচ্ছি। সিনেমায় এসে আমার নাম মানুষের কাছে পৌঁছাতে পাঁচ থেকে ছয় বছর লেগেছিল। কিন্তু এই রিয়্যালিটি শোর মাধ্যমে যারা শেষ পর্যায়ে বাদ পড়বে তারাও মানুষের কাছে পৌঁছাবে। তবে দর্শক কাকে গ্রহণ করবে সেটা দর্শকের ব্যক্তিগত ব্যাপার। নাচ, গান, অভিনয়, খেলাধুলা বা অন্য যেকোনো প্রতিভায় পারদর্শী প্রতিযোগীরা তাদের কনটেন্ট জমা দিয়ে স্টার সার্চের বাছাই পর্বে অংশ নেয়।

সেখান থেকে বিভিন্নভাবে মেধা যাচাই করে ৩০ প্রতিযোগী ফাইনাল পর্বে অংশ নেবেন। তাদের মধ্যে কোটি টাকার পুরস্কার প্রদান করা হবে। বর্তমানে চলছে সেরা ১০-এর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শুরুর দিকে জুরি হিসেবে ছিলেন মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, ভাবনা, ঊর্মিলা, প্রতীক হাসানসহ অনেকে। তারা প্রতিভা-বানদের খুঁজে বের করেন। উল্লেখ্য, পূর্ণিমা বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। বর্তমানে উপস্থাপনায় বেশি ব্যস্ত তিনি। সবশেষ গত বছরের ৩১শে ডিসেম্বর তার অভিনীত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাটি মুক্তি পায়।
হককথা / এমউএ