নিউইয়র্ক ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বারবার তর্কে জড়াচ্ছেন নোরা ফাতেহি!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৫ বার পঠিত

নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : বলিউডে নোরা ফাতেহিকে নিয়ে আলোচনা যতটুকু তারচেয়ে বেশি সমালোচনা হয়। তবে ‘পাঠান’ এর দিপীকার নাচ নিয়ে তুলকালাম হলেও নোরা ফাতেহির আইটেম ড্যান্স নিয়ে কথা হয় না। এ নিয়ে সম্প্রতি একজন সিনিয়র অভিনেতা কথা বললে, ‘ নোরা তার দিকে তেড়ে আসেন।

প্রথাগত গুরু রেখে নাচ না শিখেও বলিউডে পোক্ত জায়গা করে নিয়েছেন নোরা ফতেহি। নাচে প্রথাগত শিক্ষা নেই। তবু তার শরীরি বাঁকে মুগ্ধ দর্শক। বিদেশ থেকে এসে যে সব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরা অন্যতম। ফুটবল বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরা। একের পর এক হিট নম্বরের মুখ নোরা। বহুবছর ধরেই বলিউডে পায়ের নীচের মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। ‘দিলবার দিলবার’ গানের সাফল্য বদলে যায় নোরার জীবন। ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন তাকে নিয়ে। তবে তিনি সিঙ্গল। যদিও মানুষের সঙ্গে মিশতে ভালবাসেন। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা নিজের প্রধান গুণ, মনে করেন নোরা ফতেহি। খুব শীঘ্রই আমেরিকা যাওয়ার কথা নোরার।

আরোও পড়ুন। অভিষেকের অপেক্ষায় নোরা ফাতেহি!

সেই দেশের চার রাজ্যে শো করবেন তিনি। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পটানি, সোনম বাওয়েজারা। তার প্রচারেই কপিল শর্মার শোতে এসেছিলেন তারা। সেখানেই নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল। সেখানেই নোরা তার অভিনব দাবির কথা জানান। নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তা হলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনা পূরণ সিংহ বলেন, ‘সময় বদলে গিয়েছে। মেয়েরা বিল মেটান।’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।’ উল্লেখ্য, গত বছর ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় নোরার। অভিযোগ, সুকেশের কাছ থেকে একাধিক বহুমূল্য উপহার নিয়েছেন তিনি। নোরার নামে বেশ কিছু গুরুতর অভিযোগও আনেন সুকেশ। আপাতত আদালতের বিচারাধীন সেই মামলা। এমনকি সুকেশ ইস্যুতে নোরা আর জ্যাকলিন ফার্নান্দেজের সাথে তাদের চুলোচুরি ঝগড়ার কথাও ইন্ডাস্ট্রির এখনকার মুখরোচক গল্প। সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/ হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বারবার তর্কে জড়াচ্ছেন নোরা ফাতেহি!

প্রকাশের সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডে নোরা ফাতেহিকে নিয়ে আলোচনা যতটুকু তারচেয়ে বেশি সমালোচনা হয়। তবে ‘পাঠান’ এর দিপীকার নাচ নিয়ে তুলকালাম হলেও নোরা ফাতেহির আইটেম ড্যান্স নিয়ে কথা হয় না। এ নিয়ে সম্প্রতি একজন সিনিয়র অভিনেতা কথা বললে, ‘ নোরা তার দিকে তেড়ে আসেন।

প্রথাগত গুরু রেখে নাচ না শিখেও বলিউডে পোক্ত জায়গা করে নিয়েছেন নোরা ফতেহি। নাচে প্রথাগত শিক্ষা নেই। তবু তার শরীরি বাঁকে মুগ্ধ দর্শক। বিদেশ থেকে এসে যে সব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরা অন্যতম। ফুটবল বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরা। একের পর এক হিট নম্বরের মুখ নোরা। বহুবছর ধরেই বলিউডে পায়ের নীচের মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। ‘দিলবার দিলবার’ গানের সাফল্য বদলে যায় নোরার জীবন। ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন তাকে নিয়ে। তবে তিনি সিঙ্গল। যদিও মানুষের সঙ্গে মিশতে ভালবাসেন। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা নিজের প্রধান গুণ, মনে করেন নোরা ফতেহি। খুব শীঘ্রই আমেরিকা যাওয়ার কথা নোরার।

আরোও পড়ুন। অভিষেকের অপেক্ষায় নোরা ফাতেহি!

সেই দেশের চার রাজ্যে শো করবেন তিনি। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পটানি, সোনম বাওয়েজারা। তার প্রচারেই কপিল শর্মার শোতে এসেছিলেন তারা। সেখানেই নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল। সেখানেই নোরা তার অভিনব দাবির কথা জানান। নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তা হলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনা পূরণ সিংহ বলেন, ‘সময় বদলে গিয়েছে। মেয়েরা বিল মেটান।’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।’ উল্লেখ্য, গত বছর ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় নোরার। অভিযোগ, সুকেশের কাছ থেকে একাধিক বহুমূল্য উপহার নিয়েছেন তিনি। নোরার নামে বেশ কিছু গুরুতর অভিযোগও আনেন সুকেশ। আপাতত আদালতের বিচারাধীন সেই মামলা। এমনকি সুকেশ ইস্যুতে নোরা আর জ্যাকলিন ফার্নান্দেজের সাথে তাদের চুলোচুরি ঝগড়ার কথাও ইন্ডাস্ট্রির এখনকার মুখরোচক গল্প। সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/ হককথা