‘বাবার জনপ্রিয়তার সুযোগ কখনো নেইনি’

- প্রকাশের সময় : ১০:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১০৬ বার পঠিত
বিনোদন ডেস্ক : বাবা হারুন কিসিঞ্জার জনপ্রিয় কৌতুক অভিনেতা। বাবার পথে হাঁটেননি ছেলে রুবেল খন্দকার। নিজের প্রচেষ্টায় হয়ে উঠেছেন সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। বাবার জনপ্রিয়তা আড়াল করে নিজের একটি জায়গা গড়ে নিয়েছেন বাংলা গানের ভূবনে। রুবেলের প্রথম গান ‘অল্প গল্প’ মুক্তি পায় ২০১৯ সালে। বেশ সাড়া পেয়েছিলেন। ইতোমধ্যে তার ‘আমি চাই না বাড়ি গাড়ি আর’ শিরোনামে একটি গান কোটি ভিউয়ের কোটা ছুঁয়েছে।
আরোও পড়ুন । নচিকেতার নতুন গান ‘সে একটা গাছ’
সম্প্রতি মুক্তি পেয়েছে তার ক্যারিয়ারের ১৯তম একক গান। রুবেলের লেখা ও সুরে ‘দয়ার পাত্র’ শিরোনামে গানটির মিউজিক আয়োজন করেছেন ওয়াহেদ শাহিন। মোহাম্মদ ইকবাল হোসেনের প্রযোজনায় গানটি সিক্স সিজন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। নতুন গান নিয়ে রুবেল বলেন, ‘দয়ার পাত্র’ আমার ১৯তম গান। বিরহের গান হলেও সবাই উপভোগ করবেন। খুব অল্পসময়ে মানুষ আমার গান গ্রহণ করেছেন, এটা অনেক বড় পাওয়া। আমি বাবার জনপ্রিয়তার সুযোগ কখনোই নিইনি। নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হতে চেয়েছি। গান নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে রুবেল বলেন, ছোটবেলায় আমার গানের প্রতি ঝোঁক ছিল। পরে ভাবলাম এই প্রতিভাটা কাজে লাগানো যায় কি না। সেই জায়গা থেকেই ক্যারিয়ার হিসাবে গান বেছে নিয়েছি। আমার ভাবনাজুড়ে এখন শুধুই গান। সূত্র : যুগান্তর
বেলী/হককথা