নিউইয়র্ক ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশের সাথে একই দিনে আমেরিকায় মুক্তি পেল ‘পাপ পুণ্য’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • / ৯০ বার পঠিত

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাপ পুণ্য’ মুক্তি পেয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২০ মে) বাংলাদেশের পাশাপাশি কানাডা ও আমেরিকার প্রায় শতাধিক মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেল।

আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর মাধ্যমে এই প্রথম বাংলাদেশী কোনো সিনেমা বহির্বিশ্বে এতো মাল্টিপ্লেক্সে মুক্তির অবিশ্বাস্য রেকর্ড গড়লো। যা ঢাকাই সিনেমার জন্য ভীষণ ইতিবাচক বলে মন্তব্য করছেন দেশের চলচ্চিত্র বোদ্ধারা।

‘পাপ পুণ্য’ মুক্তির আগে ঢাকার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত থেকে সিনেমার প্রধান অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী বলেন, “‘পাপ পুণ্য’ দেখার পেছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। এটি গিয়াস উদ্দিন সেলিমের ছবি, সেই সঙ্গে এই ছবিতে বেশ কয়েকজন গুণী অভিনেতা রয়েছেন। আপনারা ছবিটি দেখে নিরাশ হবেন না। আমি সব সময় ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। যে চরিত্রে দর্শক আমাকে আগে দেখেনি। যেহেতু বড় পর্দা, তাই চ্যালেঞ্জটা আরও বেশি। সেলিম ভাইয়ের ‘পাপ পুণ্য’র গল্পটি এতো শক্তিশালী, এটার স্ক্রিপ্ট যখন সেলিম ভাই আমাকে শোনালেন তখনই তাকে বলেছিলাম, ‘মনপুরা’র পর সাথে সাথেই এই গল্পটি দরকার ছিলো। আসলে মনপুরার চেয়ে কোনো অংশে কম নয় ‘পাপ পুণ্য’।“

‘পাপ পুণ্য’ প্রসঙ্গ টেনে প্রায় ১ যুগ পর অভিনয়ে ফেরা আফসানা মিমি বলেন, “সেলিম আমার খুব ভালো বন্ধু। ওর প্রথম লেখা ও পরিচালনায় আমি কাজ করি। ‘পাপ পুণ্যে’র মাধ্যমে এই প্রথম তার পরিচালিত সিনেমায় কাজ করলাম। সিরিয়াস হয়ে ভাবছিলাম সিনেমা করবো কিনা, তখন সেলিম আমাকে সিনেমাটি করতে বলেন। অনেকটা মনিকাঞ্চন যোগ হওয়ার মতো। পরে আলাপ করে বুঝলাম সুন্দর একটি কাজ। শুটিংয়ে পূর্ণ মনযোগ দিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে নতুন একটি টিম ও ভালো কিছু মানুষকে পেয়েছি।“

“গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত এতটুকু শুনেই ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছি। পরে যুক্ত হলেন আফসানা মিমি। আমরা যারা ‘নাইন্টিজ কিডস’ তাদের কাছে মিমি আপা মানে অন্যরকম কিছু, বিশেষ করে তার হাসি।“ সিয়াম আরো বলেন “‘মনপুরা সিনেমাটি আমি আমার বাবা মাকে নিয়ে দেখেছিলাম। তখন ছাত্র। সেই সিনেমার অভিনয়শিল্পী, সেই সিনেমার পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে কত স্পেশাল, সেটা বোঝানো যাবে না। তাদের সঙ্গে কাজ করা কতোটা সৌভাগ্যের, সেটা আসলেই বোঝানো যাবে না।“

নায়িকা সুমি বললেন, “দেখলেই মনে হবে ‘পাপ পুণ্য’ বাংলাদেশের সিনেমা। আমি এই সিনেমা তিনবার টিকেট কেটে দেখব।“

এর আগে ‘পাপ পুণ্য’ প্রসঙ্গে ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেছিলেন, “৬৯ বছরের বাংলা ছবির ইতিহাসে ‘পাপ পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। চলচ্চিত্রের এই দুর্দিনে ইমিপ্রেস টেলিফিল্ম এমন ছবি প্রযোজনা করছে, এজন্য ইমপ্রেস কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।“

স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় এর আগে ১৫টি বাংলাদেশী সিনেমা মুক্তি পেয়েছে উত্তর আমেরিকায় । সর্বাধিক ব্যবসা করা সিনেমার তালিকায় রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত দুটি সিনেমা ‘আয়নাবাজি’ ও ‘দেবী’। সংশ্লিষ্টরা মনে করছেন, যেহেতু ‘পাপ পুণ্য’ একশো মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে তাই উত্তর আমেরিকায় দেবীর রেকর্ড ভাঙতে যাচ্ছে এই সিনেমাটি।

হককথা/টিএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশের সাথে একই দিনে আমেরিকায় মুক্তি পেল ‘পাপ পুণ্য’

প্রকাশের সময় : ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাপ পুণ্য’ মুক্তি পেয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২০ মে) বাংলাদেশের পাশাপাশি কানাডা ও আমেরিকার প্রায় শতাধিক মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেল।

আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর মাধ্যমে এই প্রথম বাংলাদেশী কোনো সিনেমা বহির্বিশ্বে এতো মাল্টিপ্লেক্সে মুক্তির অবিশ্বাস্য রেকর্ড গড়লো। যা ঢাকাই সিনেমার জন্য ভীষণ ইতিবাচক বলে মন্তব্য করছেন দেশের চলচ্চিত্র বোদ্ধারা।

‘পাপ পুণ্য’ মুক্তির আগে ঢাকার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত থেকে সিনেমার প্রধান অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী বলেন, “‘পাপ পুণ্য’ দেখার পেছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। এটি গিয়াস উদ্দিন সেলিমের ছবি, সেই সঙ্গে এই ছবিতে বেশ কয়েকজন গুণী অভিনেতা রয়েছেন। আপনারা ছবিটি দেখে নিরাশ হবেন না। আমি সব সময় ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। যে চরিত্রে দর্শক আমাকে আগে দেখেনি। যেহেতু বড় পর্দা, তাই চ্যালেঞ্জটা আরও বেশি। সেলিম ভাইয়ের ‘পাপ পুণ্য’র গল্পটি এতো শক্তিশালী, এটার স্ক্রিপ্ট যখন সেলিম ভাই আমাকে শোনালেন তখনই তাকে বলেছিলাম, ‘মনপুরা’র পর সাথে সাথেই এই গল্পটি দরকার ছিলো। আসলে মনপুরার চেয়ে কোনো অংশে কম নয় ‘পাপ পুণ্য’।“

‘পাপ পুণ্য’ প্রসঙ্গ টেনে প্রায় ১ যুগ পর অভিনয়ে ফেরা আফসানা মিমি বলেন, “সেলিম আমার খুব ভালো বন্ধু। ওর প্রথম লেখা ও পরিচালনায় আমি কাজ করি। ‘পাপ পুণ্যে’র মাধ্যমে এই প্রথম তার পরিচালিত সিনেমায় কাজ করলাম। সিরিয়াস হয়ে ভাবছিলাম সিনেমা করবো কিনা, তখন সেলিম আমাকে সিনেমাটি করতে বলেন। অনেকটা মনিকাঞ্চন যোগ হওয়ার মতো। পরে আলাপ করে বুঝলাম সুন্দর একটি কাজ। শুটিংয়ে পূর্ণ মনযোগ দিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে নতুন একটি টিম ও ভালো কিছু মানুষকে পেয়েছি।“

“গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত এতটুকু শুনেই ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছি। পরে যুক্ত হলেন আফসানা মিমি। আমরা যারা ‘নাইন্টিজ কিডস’ তাদের কাছে মিমি আপা মানে অন্যরকম কিছু, বিশেষ করে তার হাসি।“ সিয়াম আরো বলেন “‘মনপুরা সিনেমাটি আমি আমার বাবা মাকে নিয়ে দেখেছিলাম। তখন ছাত্র। সেই সিনেমার অভিনয়শিল্পী, সেই সিনেমার পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে কত স্পেশাল, সেটা বোঝানো যাবে না। তাদের সঙ্গে কাজ করা কতোটা সৌভাগ্যের, সেটা আসলেই বোঝানো যাবে না।“

নায়িকা সুমি বললেন, “দেখলেই মনে হবে ‘পাপ পুণ্য’ বাংলাদেশের সিনেমা। আমি এই সিনেমা তিনবার টিকেট কেটে দেখব।“

এর আগে ‘পাপ পুণ্য’ প্রসঙ্গে ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেছিলেন, “৬৯ বছরের বাংলা ছবির ইতিহাসে ‘পাপ পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। চলচ্চিত্রের এই দুর্দিনে ইমিপ্রেস টেলিফিল্ম এমন ছবি প্রযোজনা করছে, এজন্য ইমপ্রেস কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।“

স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় এর আগে ১৫টি বাংলাদেশী সিনেমা মুক্তি পেয়েছে উত্তর আমেরিকায় । সর্বাধিক ব্যবসা করা সিনেমার তালিকায় রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত দুটি সিনেমা ‘আয়নাবাজি’ ও ‘দেবী’। সংশ্লিষ্টরা মনে করছেন, যেহেতু ‘পাপ পুণ্য’ একশো মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে তাই উত্তর আমেরিকায় দেবীর রেকর্ড ভাঙতে যাচ্ছে এই সিনেমাটি।

হককথা/টিএ