বরবাদ: মাখো মাখো প্রেমে বিরহের নীল আঁচড়
- প্রকাশের সময় : ০২:১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১১৩ বার পঠিত
ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রতি দর্শকের আগ্রহ তৈরি করতে নানা উপায় অবলম্বন করা হচ্ছে। কেউ ট্রেলার প্রকাশ করছেন, কেউ সামনে আনছেন প্রথম ঝলক। সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ও পিছিয়ে নেই। এরইমধ্যে পোস্টার ও গান প্রকাশ করা হয়েছে। সেসবে মন ভরলেও অনুরাগীরা মুখিয়ে ছিলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের গানটির অপেক্ষায়।
কেননা গেল বছর ‘প্রিয়তমা’ ছবিটি উড়েছিল প্রিন্সের সুরের ডানায় ভর করে। আগেই খবর এসেছিল সুরের যাদুকর এবার ভালোবাসতে বাসতে বরবাদ করে দেবেন। তাতে আগুনে যেন ঘি ছলকে পড়ে। অবশেষে টানটান উত্তেজনার পর সেই মাহেন্দ্রক্ষণ। প্রকাশ পেল শাকিবের ছবিতে প্রিন্সের কথা সুরে, আলিফের কণ্ঠে ‘বরবাদ’।
দৃশ্যায়নে উঠে এসেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ছবি। তার মাঝে মার্কিনী অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে শাকিবের রসায়ন। কখনও তা মাখো মাখো প্রেমে জমে ক্ষীর। কখনও বিরহের আঁচড়ে নীল। এ যেন সত্যি বরবাদ করে দিল! সুরে সুরে ছড়িয়ে গেল তুমুল প্রেম ও হাহাকার। যা একাকার করে দিয়েছে শাকিবিয়ানদের। সোজা গিয়ে লেগেছে দিলে। মিলে গেছে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি।
প্রিন্স মাহমুদ আগেই বলেছিলেন , ‘এটাও ভালোবাসার গান। যারা ভালোবাসায় আছেন, তারা বরবাদ হয়ে যাবেন এমন কিছু কথা আছে। সেই সঙ্গে সুর ও গায়কী। আলিফের দরাজ কণ্ঠ। গানের সঙ্গে চিত্রায়ন একেবারে একাত্ম হয়ে গেছে। আমার প্রবল বিশ্বাস, এই গানটিও দর্শক-শ্রোতার মনে গেঁথে যাবে।’ প্রিন্সের কথাই যেন সত্যি হলো।
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ। সূত্র : ঢাকা মেইল।