নিউইয়র্ক ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বরফমাখা ছবি দিয়ে শাকিবের বসন্ত শুভেচ্ছা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪২ বার পঠিত

হককথা ডেস্ক : বাংলার প্রকৃতিতে আজ বসন্ত। পঞ্জিকার হিসেবে আজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি পঞ্জিকা মেনে চলে না, তাই পুরোপুরি শীত চলে যায়নি। দুদিন আগেও গুমোট শীত কাঁপিয়েছে দেশের মানুষকে
শীত ও বসন্তের মিশেল এখন প্রকৃতিতে। রাতে যেমন শীত, দিনেও তেমন পাখি ডাকছে, শিমুল ফুটছে।
শীত বসন্তের এমন অবস্থার মধ্যেই নিউ ইয়র্ক থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান জানালেন বসন্তের শুভেচ্ছা। খুবই স্বাভাবিক ঘটনা। বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানাবেন এ আর নতুন কি! এ নিয়ে কোনো আপত্তি নেই। তবে নেটিজেনদের আপত্তি শুভেচ্ছাবার্তার সঙ্গে পোস্ট করা শাকিবের ছবিতে।
বসন্তের শুভেচ্ছা জানাতে গিয়ে শাকিব যে ছবিটি পোস্ট করেছেন তা রীতিমতো নিউ ইয়র্কের তুষার পতন (স্নো ফল) দিনের ছবি। শাকিব দাঁড়িয়ে আছেন, শরীরে শীতপোশাক তার ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে তুষার। অদূরে কয়েকটি দাঁড়ানো গাড়ি তুষারে প্রায় ঢেকে গেছে।
শীতের এমন দিনে ঘর থেকে সচরাচর কেউ বের হয় না, রুম হিটার চালিয়ে দিয়ে মুভি কিংবা বইয়ে নিমগ্ন হয়ে থাকেন। অফিস আদালতেও এদিন আলসেমি ভর করে। এমন গভীর শীতের একটি ছবি পোস্ট করায় নেটিজেনরা একটু দ্বিধাগ্রস্ত মতামত দিচ্ছেন। এটাও হয়তো স্বাভাবিক।
কেননা নিউ ইয়র্কের আকাশ এখন ঝকঝকে রোদ, চারিদিক চেরি ফুলে আচ্ছাদিত হয়ে আছে। তার আভা প্রকৃতিতে ছড়িয়ে গেছে। শাকিব খান বরফ মাখা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙয়ের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারাবছর থাকুক। প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়। ‘
‘প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে’ এই বসন্তে তার ছবির মতো প্রকৃতির মতো ছবির রঙ যদি ছড়িয়ে যায় তাহলে খবর আছে- এমন একটি মন্তব্য করে বসেছেন নেটিজেন। অবশ্য শাকিবের এ ছবির নিচে অনেকেই প্রতিউত্তর দিয়েছেন ভালোবাসা দিয়েই।
যুক্তরাষ্ট্রের প্রথম সফরটা বেশ উপভোগ করছেন শাকিব খান। ফেসবুকে তাঁর ছবির আনন্দমুখর নানা ছবি দেখেই সেটা অনুমান করা যায়। ফেব্রুয়ারি পেরোলেই আগামী মাসের শেষ সপ্তাহে দেশে ফিরছেন শাকিব খান। চলতি মাসের শেষ সপ্তাহে তার নতুন সিনেমার মহরত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে- এমনটাই শোনা গেছে। মার্চে দেশে ফিরে আবার জুলাইয়ে যুক্তরাষ্ট্র উড়াল দেবেন শাকিব। খবর কালের কণ্ঠ
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বরফমাখা ছবি দিয়ে শাকিবের বসন্ত শুভেচ্ছা

প্রকাশের সময় : ০৫:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

হককথা ডেস্ক : বাংলার প্রকৃতিতে আজ বসন্ত। পঞ্জিকার হিসেবে আজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি পঞ্জিকা মেনে চলে না, তাই পুরোপুরি শীত চলে যায়নি। দুদিন আগেও গুমোট শীত কাঁপিয়েছে দেশের মানুষকে
শীত ও বসন্তের মিশেল এখন প্রকৃতিতে। রাতে যেমন শীত, দিনেও তেমন পাখি ডাকছে, শিমুল ফুটছে।
শীত বসন্তের এমন অবস্থার মধ্যেই নিউ ইয়র্ক থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান জানালেন বসন্তের শুভেচ্ছা। খুবই স্বাভাবিক ঘটনা। বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানাবেন এ আর নতুন কি! এ নিয়ে কোনো আপত্তি নেই। তবে নেটিজেনদের আপত্তি শুভেচ্ছাবার্তার সঙ্গে পোস্ট করা শাকিবের ছবিতে।
বসন্তের শুভেচ্ছা জানাতে গিয়ে শাকিব যে ছবিটি পোস্ট করেছেন তা রীতিমতো নিউ ইয়র্কের তুষার পতন (স্নো ফল) দিনের ছবি। শাকিব দাঁড়িয়ে আছেন, শরীরে শীতপোশাক তার ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে তুষার। অদূরে কয়েকটি দাঁড়ানো গাড়ি তুষারে প্রায় ঢেকে গেছে।
শীতের এমন দিনে ঘর থেকে সচরাচর কেউ বের হয় না, রুম হিটার চালিয়ে দিয়ে মুভি কিংবা বইয়ে নিমগ্ন হয়ে থাকেন। অফিস আদালতেও এদিন আলসেমি ভর করে। এমন গভীর শীতের একটি ছবি পোস্ট করায় নেটিজেনরা একটু দ্বিধাগ্রস্ত মতামত দিচ্ছেন। এটাও হয়তো স্বাভাবিক।
কেননা নিউ ইয়র্কের আকাশ এখন ঝকঝকে রোদ, চারিদিক চেরি ফুলে আচ্ছাদিত হয়ে আছে। তার আভা প্রকৃতিতে ছড়িয়ে গেছে। শাকিব খান বরফ মাখা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙয়ের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারাবছর থাকুক। প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়। ‘
‘প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে’ এই বসন্তে তার ছবির মতো প্রকৃতির মতো ছবির রঙ যদি ছড়িয়ে যায় তাহলে খবর আছে- এমন একটি মন্তব্য করে বসেছেন নেটিজেন। অবশ্য শাকিবের এ ছবির নিচে অনেকেই প্রতিউত্তর দিয়েছেন ভালোবাসা দিয়েই।
যুক্তরাষ্ট্রের প্রথম সফরটা বেশ উপভোগ করছেন শাকিব খান। ফেসবুকে তাঁর ছবির আনন্দমুখর নানা ছবি দেখেই সেটা অনুমান করা যায়। ফেব্রুয়ারি পেরোলেই আগামী মাসের শেষ সপ্তাহে দেশে ফিরছেন শাকিব খান। চলতি মাসের শেষ সপ্তাহে তার নতুন সিনেমার মহরত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে- এমনটাই শোনা গেছে। মার্চে দেশে ফিরে আবার জুলাইয়ে যুক্তরাষ্ট্র উড়াল দেবেন শাকিব। খবর কালের কণ্ঠ
হককথা/এমউএ