নিউইয়র্ক ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বয়স মাত্র ১৪, কেবিসির মঞ্চে কোটিপতি মায়াঙ্ক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ১৩১ বার পঠিত

মায়াঙ্ক ও অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে জনপ্রিয় শো কৌন বানেগা ক্রোড়পতি (কেবিসি)। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় শোটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। আগস্টে শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। সম্প্রতি চলছিল এই কুইজ শো-এর ‘জুনিয়র’ স্পেশ্যাল উইক।

সেখানেই হরিয়ানার মহেন্দ্রগড়ের ১৪ বছরের কিশোর জিতে নিয়েছে এক কোটি টাকা।

হরিয়ানার খুদে প্রতিযোগী মায়াঙ্ক। অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এই বিস্ময় বালক এক কোটি টাকা জিতে বিরল নজির গড়েছে। কেবিসির সবচেয়ে কম বয়সী কোটিপতি হলো মায়াঙ্ক।

তাঁর জ্ঞানে মুগ্ধ স্বয়ং বিগ বি। দেশ-দুনিয়ার নানা ক্ষেত্র নিয়ে তাঁর জ্ঞান সত্যিই তাক লাগিয়েছে সবাইকে।

বাবা-মায়ের সঙ্গে মায়াঙ্ক

এদিকে দুর্দান্ত খেলে কোটিপতি হয়ে দারুণ উচ্ছ্বসিত মায়াঙ্ক। বাবা-মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এই খুদে প্রতিযোগী।

মায়াঙ্ক জানিয়েছে, ‘আমি সত্যি খুব ভাগ্যবান আমার জ্ঞানের ভাণ্ডার কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরে। অমিতাভ স্যারের সঙ্গে বসার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় কথা। উনি আমাকে শুরু থেকে অনুপ্রাণিত করেছেন। এত কম বয়সে কোটিপতি হওয়াটা আমার গোটা পরিবারের কাছে গর্বের বিষয়।’
মায়াঙ্ক ক্লাস এইটের ছাত্র।

ময়াঙ্কের জ্ঞানের ভাণ্ডার দেখে বিস্মিত অমিতাভ তাঁর বাবার কাছে জানতে চান, এত অল্প বয়সে এত কিছু কী করে জানল ছেলে? হাসিমুখে তাঁর বাবা বলেন, মায়াঙ্কের জিজ্ঞাসায় বিরক্ত তাঁর স্কুলের শিক্ষকরা। আগামী দিনে কী পড়ানো হবে তা আগে থেকেই জেনে নেয় মায়াঙ্ক। অ্যাডভান্স পড়া তৈরি করাই ছেলের কাজ।’ মায়াঙ্কের এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এক্সে (টুইটার) মায়াঙ্ককে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সূত্র : কালের কণ্ঠ

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বয়স মাত্র ১৪, কেবিসির মঞ্চে কোটিপতি মায়াঙ্ক

প্রকাশের সময় : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে জনপ্রিয় শো কৌন বানেগা ক্রোড়পতি (কেবিসি)। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় শোটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। আগস্টে শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। সম্প্রতি চলছিল এই কুইজ শো-এর ‘জুনিয়র’ স্পেশ্যাল উইক।

সেখানেই হরিয়ানার মহেন্দ্রগড়ের ১৪ বছরের কিশোর জিতে নিয়েছে এক কোটি টাকা।

হরিয়ানার খুদে প্রতিযোগী মায়াঙ্ক। অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এই বিস্ময় বালক এক কোটি টাকা জিতে বিরল নজির গড়েছে। কেবিসির সবচেয়ে কম বয়সী কোটিপতি হলো মায়াঙ্ক।

তাঁর জ্ঞানে মুগ্ধ স্বয়ং বিগ বি। দেশ-দুনিয়ার নানা ক্ষেত্র নিয়ে তাঁর জ্ঞান সত্যিই তাক লাগিয়েছে সবাইকে।

বাবা-মায়ের সঙ্গে মায়াঙ্ক

এদিকে দুর্দান্ত খেলে কোটিপতি হয়ে দারুণ উচ্ছ্বসিত মায়াঙ্ক। বাবা-মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এই খুদে প্রতিযোগী।

মায়াঙ্ক জানিয়েছে, ‘আমি সত্যি খুব ভাগ্যবান আমার জ্ঞানের ভাণ্ডার কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরে। অমিতাভ স্যারের সঙ্গে বসার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় কথা। উনি আমাকে শুরু থেকে অনুপ্রাণিত করেছেন। এত কম বয়সে কোটিপতি হওয়াটা আমার গোটা পরিবারের কাছে গর্বের বিষয়।’
মায়াঙ্ক ক্লাস এইটের ছাত্র।

ময়াঙ্কের জ্ঞানের ভাণ্ডার দেখে বিস্মিত অমিতাভ তাঁর বাবার কাছে জানতে চান, এত অল্প বয়সে এত কিছু কী করে জানল ছেলে? হাসিমুখে তাঁর বাবা বলেন, মায়াঙ্কের জিজ্ঞাসায় বিরক্ত তাঁর স্কুলের শিক্ষকরা। আগামী দিনে কী পড়ানো হবে তা আগে থেকেই জেনে নেয় মায়াঙ্ক। অ্যাডভান্স পড়া তৈরি করাই ছেলের কাজ।’ মায়াঙ্কের এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এক্সে (টুইটার) মায়াঙ্ককে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সূত্র : কালের কণ্ঠ

হককথা/নাছরিন