‘ফ্রেন্ডস’ তারকার মৃত্যু, শোকস্তব্ধ বন্ধুরা

- প্রকাশের সময় : ০৮:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৫৪ বার পঠিত
বিনোদন ডেস্ক : কালজয়ী কিংবা সেরা; যে শিরোনামে তালিকা করা হোক না কেন, ‘ফ্রেন্ডস’ সিরিজটি থাকবে প্রথম সারিতে। বিশ্বজুড়ে এই সিরিজের জনপ্রিয়তা কতখানি, তা বলা নিষ্প্রয়োজন। নন্দিত এই সিরিজের অন্যতম চরিত্র চ্যান্ডলার বিং-এর ভূমিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন ম্যাথিউ ল্যাংফোর্ড পেরি। শনিবার (২৮ অক্টোবর) তার মরদেহ পাওয়া গেছে নিজ বাসার বাথটাবে।
পেরির বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিসের এক মুখপাত্র। যদিও মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অভিনেতা বাথটাবের পানিতে ডুবে মারা গেছেন।

ম্যাথিউ পেরির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ তার সহশিল্পী ও বন্ধুরা। ‘ফ্রেন্ডস’ সিরিজে তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ম্যাগি হুইলার। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি বলেছেন, ‘ছোট্ট জীবনে পেরি যে আনন্দ সবার মাঝে ছড়িয়ে গেছে, সেটা বেঁচে থাকবে। তার সঙ্গে কাটানো প্রত্যেকটি সৃষ্টিশীল মুহূর্তের জন্য আমি ধন্য।’
ওই সিরিজে শ্যান্ডলারের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মরগান ফেয়ারচাইল্ড। তিনি শোক প্রকাশ করে বলেছেন, “আমার ‘সন্তানের’ মৃত্যুর খবর শুনে মনটা ভেঙে গেছে। এমন মেধাবী তরুণ অভিনেতাকে হারিয়ে ফেলা একটা বড় ধাক্কা।’
ম্যাথিউ পেরির জন্ম ও বেড়ে ওঠা যদিও যুক্তরাষ্ট্রে, তবে তার মা সুজান মেরি মরিসন ছিলেন কানাডিয়ান সাংবাদিক। তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর প্রেস সচিব ছিলেন। সেই সূত্রে ম্যাথিউকে ছোটবেলা থেকেই জানতেন জাস্টিন ট্রুডো; যিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। মৃত্যুর খবর শুনে জাস্টিন টুইটারে লিখেছেন, ‘ম্যাথিউ পেরির চলে যাওয়া অবিশ্বাস্য এবং বেদনাদায়ক। স্কুলের মাঠে আমরা যে খেলতাম, সেই মুহূর্তগুলো আমি কখনও ভুলবো না। এবং আমি জানি, তুমি যে আনন্দ বিশ্বজুড়ে মানুষকে দিয়েছো, তারাও তোমাকে ভুলবে না। সব হাসি-আনন্দের জন্য ধন্যবাদ ম্যাথিউ। তুমি ভালোবাসা পেয়েছো এবং সবসময় মনে পড়বে।’

অভিনেতা উইন্ডেল পিয়ের্স ‘দ্য অড কাপল’ সিরিজে ম্যাথিউর সঙ্গে অভিনয় করেছিলেন। তিনি শোকবার্তা দিয়েছেন এভাবে, ‘দুই বছর ধরে ম্যাথিউ পেরি আমার বস, সহকর্মী ছিলো এবং একজন সদয় ও মজাদার মানুষ ছিলো। আমি প্রার্থনা এবং প্রত্যাশা করি, সে এখন শান্তিতে আছে।’
১৯৯৪ সালের ছবি ‘প্যারালাল লাইভস’-এ ম্যাথিউ পেরির সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মিরা সরভিনো। তিনিও খবরটি শুনে হতবাক। বলেছেন, ‘ওহ নো! ম্যাথিউ পেরি! তুমি একটা মিষ্টি মানুষ। সবাইকে হাসিয়ে এখন তুমি স্বর্গে শান্তি ও সুখ খুঁজে পাও, এই প্রার্থনা করি।’

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের উইলিয়ামসটাউনে জন্ম ম্যাথিউ পেরির। ছোটবেলা থেকেই তার মধ্যে রসবোধ ছিল। সহপাঠী-বন্ধুদের হাসিয়ে মাতিয়ে রাখতেন। ১৯৮৭ সালে ‘সেকেন্ড চান্স’ সিরিজের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। তবে বিশ্বজোড়া খ্যাতি পান ‘ফ্রেন্ডস’ সিরিজের সুবাদে। যেটা ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল অব্দি ধারাবাহিকভাবে প্রচার হয়েছে। এই সিরিজের জন্য তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
পেরি অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ফুলস রাশ ইন’, ‘অলমোস্ট হিরোজ’, ‘দ্য হোল নাইন ইয়ার্ডস’, ‘দ্য রন ক্লার্ক স্টোরি’, ’১৭ এগেইন’ ইত্যাদি।

সূত্র : দ্য গার্ডিয়ান