বিজ্ঞাপন :
ফের সিঙ্গাপুরে সোহেল রানা

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ৪৯ বার পঠিত
বিনোদন ডেস্ক : গত বছরের শেষের দিকে চোখের অপারেশনের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মুক্তিযোদ্ধা, পরিচালক ও অভিনেতা সোহেল রানা। এর আগে দেশের একটি বেসরকারি হাসপাতালে তার চোখে ভুল অপারেশন করা হয়। পরে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে চিকিৎসা নেওয়ার পর চোখের অবস্থা কিছুটা ভালো হয়। তবে পুরোপুরি সেরে ওঠেননি। তাই ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ এপ্রিল আবারও সিঙ্গাপুর গিয়েছেন এ অভিনেতা।
আরোও পড়ুন । আরিয়ানের অভিনেতা না হওয়ার কারণ জানালেন শাহরুখ
যাওয়ার আগে যুগান্তরকে বলেছেন, ‘চোখের সমস্যাটা এখনো পুরোপুরি সমাধান হয়নি। তাই আবারও সিঙ্গাপুর যেতে হচ্ছে। হয়তো ঈদের পর দেশে ফিরব। সবার কাছে দোয়া চাই যাতে সুস্থ হয়ে দেশের ফিরতে পারি। সবার জন্য আমিও দোয়া করি যেন দেশবাসী ভালো থাকে।’ সূত্র : কালের কণ্ঠ
বেলী / হককথা