ফের বিয়ে করেছেন শবনম ফারিয়া

- প্রকাশের সময় : ০৮:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ৬৮ বার পঠিত
বিনোদন ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। পারিবারিকভাবে, ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছেন তার। বরের নাম জাহিন। বিদেশে লেখাপড়া শেষ করে তিনি এখন দেশেই থাকছেন এবং কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।
শবনম ফারিয়ার বিয়ের খবরসহ এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ফুপু জেসমিন সুলতানা।
বিয়ের বিষয়টি জানতে শবনম ফারিয়াকে ফোন করলে একবার তার ফোন বন্ধ পাওয়া যায়, পরে ফোন খোলা পাওয়া গেলেও তিনি ফোন কেটে দেন।
শবনম ফারিয়ার ফুপু জানান, দুই মাস আগে বিয়ে হয়েছে তার। পারিবারিকভাবে, ছোট আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
জেসমিন সুলতানা বলেন, ‘তাদের বিয়ে হলেও শবনম ফারিয়া এখনও শ্বশুর বাড়িতে থাকছেন না। অনুষ্ঠানিকতার মাধ্যমে কাজটি করার পরিকল্পনা দুই পরিবারের।’
জেসমিন সুলতানা আরো জানান, দুই মাস আগে বিয়ে হলেও শবনম ফারিয়ার স্বামী জাহিনের সাথে তার প্রথম দেখা হয়েছে বৃহস্পতিবার। জেসমিন সুলতানার বাসায় ছিল পারিবারিক আয়োজন।
শবনম ফারিয়া তার ইনস্টা স্টোরিতে গতকাল বৃহস্পতিবারের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা ছেলেটি অভিনেত্রীর বর জাহিন।
হককথা/এমউএ