ফেব্রুয়ারিতে ৬ ভাষা ও ২৪ দেশে শাকিবের সিনেমা
- প্রকাশের সময় : ০৯:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৫৪ বার পঠিত
বিনোদন ডেস্ক : গত ঈদে শাকিব খান আবারও জানান দিয়েছিলেন তিনিই ঢালিউডের সুপারস্টার। ‘প্রিয়তমা’ দেখতে হলে ফিরেছেন দর্শক। সুপারহিট এই সিনেমার পর আবার কবে বড় পর্দায় আসছেন শাকিব, তার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। তাদের অপেক্ষার পালা শেষ। জানা গেল তার পরবর্তী সিনেমা মুক্তির তারিখ।
কয়েকটি সিনেমার কাজ অনেক আগেই সেরে রেখেছিলেন। কিন্তু সেগুলো মুক্তির কোন খবর নেই। তার আগেই ‘দরদ’ সিনেমার মুক্তির তারিখ জানালেন সিনেমার পরিচালক। আগামী বছর ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে।
চলতি মাসের ২০ তারিখ শুরু হবে সিনেমার শুটিং। নভেম্বরের মধ্যে সিনেমার শুটিং শেষ হবে। এরপর চলবে সিনেমার বাকি কাজ। সিনেমাটি একসঙ্গে মুক্তি পাবে ২৪টি দেশে এবং ৬টি ভাষায়। আজ বুধবার (১১ অক্টোবর) সিনেমার পরিচালক অনন্যা মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য দেন।
আগে থেকে আলোচনায় থাকলেও গত ৮ অক্টোবর ‘দরদ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হন শাকিব খান। এই সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক সিনেমাটি পরিচালনা করবেন। তবে তাঁর নাম জানা যায়নি। সূত্র : দৈনিক ইত্তেফাক