নিউইয়র্ক ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রশ্নটি শুনতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন প্রভা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • / ১০৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে।
এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তারপর আবার পর্দায় ফেরেন। কাজ দিয়ে সারিয়ে তুলেছেন অতীতের সেই ক্ষত। বর্তমানে অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তারপরও কেন যেন মনে হয়, প্রভা মাঝে মাঝে দুঃখবোধে ভোগেন।
সেসব ফুটে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা স্টোরি বা লেখায়। সম্প্রতি এমনই এক আভাস পাওয়া গেছে তার ইনস্টাগ্রামে।
বৃহস্পতিবার প্রভা একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কতবার কষ্ট পেয়েছি। আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। ভেঙে পড়েছি, তবু বেঁচে আছি। লড়াই করছি। যা স্বপ্ন দেখি সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করেছি। আলহামদুলিল্লাহ।’
অতীত হয়ত এখনও যন্ত্রণা দেয় তাকে। কেউ হয়তবা অতীত নিয়ে প্রশ্নও তোলেন। এমন ইঙ্গিত দিয়ে পরদিন ফের প্রভা লেখেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে।’
এই যন্ত্রণা বোধের কারণ জানতে যোগাযোগ করা হয় প্রভার সঙ্গে। প্রসঙ্গটি তুলতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। নিছক একটি ‘স্টোরি’ দাবি করে এ অভিনেত্রী ঢাকা মেইলকে বলেন, ‘এটা কেবল একটি ইনস্টা স্টোরি। আপনাদের কি খেয়েদেয়ে কোনো কাজ নেই? আমার কি পার্সনাল লাইফ থাকতে পারে না?’
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখলে সেটা ব্যক্তিগত থাকে না। আপনি নিশ্চয়ই জানেন? উত্তরে তিনি বলেন, ‘আমি নিজের অনুভূতিগুলো ইনস্টাতে প্রকাশ করি। তাছাড়া আমার এ ধরণের অনুভূতির কথা জেনে তো আপনাদের কোনো লাভ নেই। এ বিষয়ে আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথাও বলতে চাই না। আমাকে আমার মতো থাকতে দিন।’
কেন সাংবাদিক এড়িয়ে চলেন— জানতে চাইলে প্রভা বলেন, ‘আমি নিজের প্রচার চাই না। যারা প্রচার চান, তারাই গণমাধ্যমে কথা বলতে পছন্দ করেন। আমি দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি। মানুষ আমার কাজ পছন্দ করছেন। সে কারণে আমার প্রচারণার কেনো দরকার নেই।’
এদিকে গুঞ্জন চাউর হয়েছে, সংগীতশিল্পী ইমরানের সঙ্গে প্রেম করছেন প্রভা। ইনস্টাগ্রামে একাধিক ছবিতে দু’জনের পাল্টাপাল্টি মন্তব্য তাদের প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত দেয়। অধিকাংশ ছবিতে প্রভাকে ‘অ্যাঞ্জেল’ বলে সম্বোধন করেছেন ইমরান। যদিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রশ্নটি শুনতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন প্রভা

প্রকাশের সময় : ০৪:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে।
এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তারপর আবার পর্দায় ফেরেন। কাজ দিয়ে সারিয়ে তুলেছেন অতীতের সেই ক্ষত। বর্তমানে অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তারপরও কেন যেন মনে হয়, প্রভা মাঝে মাঝে দুঃখবোধে ভোগেন।
সেসব ফুটে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা স্টোরি বা লেখায়। সম্প্রতি এমনই এক আভাস পাওয়া গেছে তার ইনস্টাগ্রামে।
বৃহস্পতিবার প্রভা একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কতবার কষ্ট পেয়েছি। আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। ভেঙে পড়েছি, তবু বেঁচে আছি। লড়াই করছি। যা স্বপ্ন দেখি সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করেছি। আলহামদুলিল্লাহ।’
অতীত হয়ত এখনও যন্ত্রণা দেয় তাকে। কেউ হয়তবা অতীত নিয়ে প্রশ্নও তোলেন। এমন ইঙ্গিত দিয়ে পরদিন ফের প্রভা লেখেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে।’
এই যন্ত্রণা বোধের কারণ জানতে যোগাযোগ করা হয় প্রভার সঙ্গে। প্রসঙ্গটি তুলতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। নিছক একটি ‘স্টোরি’ দাবি করে এ অভিনেত্রী ঢাকা মেইলকে বলেন, ‘এটা কেবল একটি ইনস্টা স্টোরি। আপনাদের কি খেয়েদেয়ে কোনো কাজ নেই? আমার কি পার্সনাল লাইফ থাকতে পারে না?’
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখলে সেটা ব্যক্তিগত থাকে না। আপনি নিশ্চয়ই জানেন? উত্তরে তিনি বলেন, ‘আমি নিজের অনুভূতিগুলো ইনস্টাতে প্রকাশ করি। তাছাড়া আমার এ ধরণের অনুভূতির কথা জেনে তো আপনাদের কোনো লাভ নেই। এ বিষয়ে আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথাও বলতে চাই না। আমাকে আমার মতো থাকতে দিন।’
কেন সাংবাদিক এড়িয়ে চলেন— জানতে চাইলে প্রভা বলেন, ‘আমি নিজের প্রচার চাই না। যারা প্রচার চান, তারাই গণমাধ্যমে কথা বলতে পছন্দ করেন। আমি দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি। মানুষ আমার কাজ পছন্দ করছেন। সে কারণে আমার প্রচারণার কেনো দরকার নেই।’
এদিকে গুঞ্জন চাউর হয়েছে, সংগীতশিল্পী ইমরানের সঙ্গে প্রেম করছেন প্রভা। ইনস্টাগ্রামে একাধিক ছবিতে দু’জনের পাল্টাপাল্টি মন্তব্য তাদের প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত দেয়। অধিকাংশ ছবিতে প্রভাকে ‘অ্যাঞ্জেল’ বলে সম্বোধন করেছেন ইমরান। যদিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
হককথা/এমউএ