নিউইয়র্ক ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রথম ছবিতেই বাজে অভিজ্ঞতা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৯১ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার দিলবার’ গানই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। গানটি সফলতা পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নোরাকে। তবে তার অভিনীত প্রথম সিনেমা ‘রোয়ার: দ্য টাইগ্রেস অব সুন্দরবন’ এর শুটিং সেটে ঘটেছিল ভিন্ন ঘটনা। প্রথম ছবির শুটিং সেটেই সহ-অভিনেতার সঙ্গে রীতিমতো হাতাহাতি, চুলোচুলি হয়েছিল তার। কী কারণে ঘটেছিল এমন ঘটনা তা সম্প্রতি জানালেন নোরা। গেল বছর ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে কাজ করেছেন নোরা। আর সেই ছবির প্রচারণায় এসেই পুরনো স্মৃতির কথা জানালেন তিনি। অভিনেত্রী বলেন, প্রথম ছবির শুটিং সেটে সহ-অভিনেতা আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন। এ কারণে, রেগে গিয়ে তাকে চড় মেরে বসি।

আরোও পড়ুন । ওটিটিতে সাকিব আল হাসানের ‘বায়োপিক’?

তবে পাল্টা নোরাকে চড় মারেন তার সহ-অভিনেতাও। তারপর নোরার চুল ধরে টানেন তিনি। এমনকি দু’জনের মধ্যে চুলোচুলিও হয় ওই সেটে। ভীষণ বাজে অভিজ্ঞতার মুখোমুখি সে সময় হন নোরা। তবে সেসব এখন শুধুই অতীত। একটা লম্বা সফর পেরিয়ে এসে বর্তমানে নিজের জায়গা শক্ত করেছেন বলিউডে। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন নোরা। সূত্র : মানবজমিন

সাথী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রথম ছবিতেই বাজে অভিজ্ঞতা

প্রকাশের সময় : ০২:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার দিলবার’ গানই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। গানটি সফলতা পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নোরাকে। তবে তার অভিনীত প্রথম সিনেমা ‘রোয়ার: দ্য টাইগ্রেস অব সুন্দরবন’ এর শুটিং সেটে ঘটেছিল ভিন্ন ঘটনা। প্রথম ছবির শুটিং সেটেই সহ-অভিনেতার সঙ্গে রীতিমতো হাতাহাতি, চুলোচুলি হয়েছিল তার। কী কারণে ঘটেছিল এমন ঘটনা তা সম্প্রতি জানালেন নোরা। গেল বছর ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে কাজ করেছেন নোরা। আর সেই ছবির প্রচারণায় এসেই পুরনো স্মৃতির কথা জানালেন তিনি। অভিনেত্রী বলেন, প্রথম ছবির শুটিং সেটে সহ-অভিনেতা আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন। এ কারণে, রেগে গিয়ে তাকে চড় মেরে বসি।

আরোও পড়ুন । ওটিটিতে সাকিব আল হাসানের ‘বায়োপিক’?

তবে পাল্টা নোরাকে চড় মারেন তার সহ-অভিনেতাও। তারপর নোরার চুল ধরে টানেন তিনি। এমনকি দু’জনের মধ্যে চুলোচুলিও হয় ওই সেটে। ভীষণ বাজে অভিজ্ঞতার মুখোমুখি সে সময় হন নোরা। তবে সেসব এখন শুধুই অতীত। একটা লম্বা সফর পেরিয়ে এসে বর্তমানে নিজের জায়গা শক্ত করেছেন বলিউডে। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন নোরা। সূত্র : মানবজমিন

সাথী / হককথা