প্রতি সিনেমায় ১০ কোটি

- প্রকাশের সময় : ০১:০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৫৭ বার পঠিত
বিনোদন ডেস্ক : ভক্তদের চুলচেরা বিশ্লেষণে বরাবরই শীর্ষে থাকেন আলিয়া ভাট। এ বিশ্লেষণে স্থান পায় তার আয়ের মোট পরিমাণসহ কোনো বিজ্ঞাপন বা সিনেমায় কতো পারিশ্রমিক নিচ্ছেন এবং সেটা কীভাবে করেন ইত্যাদি। একটি সমীক্ষায় উঠে এসেছে, আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৯৯ কোটি টাকা! ছবিপ্রতি তার পারিশ্রমিকও চমকে দিতে পারে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। ওই ছবির জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এখন ছবি বুঝে পারিশ্রমিক চূড়ান্ত করেন। বর্তমানে প্রতি সিনেমায় ১০ কোটি টাকা, বিজ্ঞাপনে আড়াই কোটি টাকা নেন। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছিলেন ২০ কোটি টাকা। আবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য পারিশ্রমিক ছিল ১০ থেকে ১২ কোটি টাকার মধ্যে।
আরোও পড়ুন । শাকিবের কলকাতার নায়িকা নিয়ে ওমর সানির বিস্ফোরক মন্তব্য !
ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্ট পিছু ৮৫ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রণবীর কাপুর ঘরনি। আলাদা বিজ্ঞাপনী ছবির জন্য এই পারিশ্রমিক আরও বাড়ে। বর্তমানে বিজ্ঞাপনে তার পারিশ্রমিক দেড় থেকে আড়াই কোটি টাকা। মুম্বইয়ের পাশাপাশি লন্ডনেও রয়েছে নিজস্ব বাড়ি। এই সম্পত্তির মোট বাজারদর ৮২ কোটি টাকা। মুম্বইয়ে দু’টো ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩ কোটি এবং ৩২ কোটি টাকা। অন্যদিকে আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা। এ ছাড়াও বিএমডব্লিউ, দু’টো অডি এবং রেঞ্জ রোভারসহ মোট ৪টি বিলাসবহুল গাড়ি রয়েছে তার। এই গাড়িগুলো কিনতে খরচ করেছেন প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা। সূত্র : মানবজমিন
বেলী/হককথা