‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ

- প্রকাশের সময় : ০৬:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৪০ বার পঠিত
একের পর এক রকের্ড ভাঙছে‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটি আয় আসে। বিশ্বে সর্বপ্রথম এই ছবিটিই বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ব্যবসার ইতিহাস গড়ে।
‘পুষ্পা’ সুপারহিট হওয়ার পর থেকেই দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের জনপ্রিয়তা এতটাই যে অন্য কোনো অভিনেতাকে এই চরিত্রে গ্রহণ করতে চায় না দর্শকরা। তবে অনেকেই জানেন না আল্লু অর্জুনের আগে ‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে। এই গোপন কথাটি ফাঁস করলেন বলিউড বাদশাহ নিজেই।
ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে একটি ফিল্মি অ্যাওয়ার্ড শো সঞ্চালনার মাঝে মঞ্চ থেকেই একথা বলে উঠেছিলেন কিং খান। সঙ্গে এও জানিয়েছিলেন, কেন ফিরিয়েছিলেন পুষ্পা হওয়ার প্রস্তাব।
এ সময় পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই মজার ছলে আর্তনাদ করে শাহরুখ বলে ওঠেন, ‘ওরে, এসব আর বলিস না। মনে ব্যাথা লাগে। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।’ এ কথা শোনামাত্রই সেখানে উপস্থিত সকল দর্শক হেসে দেন।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৭০০ কোটি রুপি যায় করেছে ‘পুষ্পা টু’ ছবিটি। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় আছেন আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। সে ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। এরপর গত ১৩ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লুকে। এরপর ৫০ হাজার রুপির বন্ডে নায়কের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। সূত্র : দেশ টিভি।