পরীমনির আবদার
- প্রকাশের সময় : ০১:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৩৯ বার পঠিত
বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের আসরে পরীমনির ‘মা’চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ‘মা’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ২০শে মে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত এ ছবিটি। চলতি মাসের ২৬ তারিখ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর ছবিটির প্রথম শো নিজের ছেলে রাজ্য ও পর্দায় অভিনয় করা ছেলেকে নিয়ে দেখার আবদার প্রকাশ করেছেন এ নায়িকা।
পরীমনি বর্তমানে শুটিং করছেন না। ছেলে রাজ্যকে নিয়ে কাটছে তার সময়। ক’দিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। বাড়িতে ফিরে এখন ফের স্বাভাবিক জীবনে ফিরেছেন। কান চলচ্চিত্র উৎসবে তার ‘মা’ ছবিটি প্রদর্শিত হওয়ায় বেশ উচ্ছ্বসিত এ নায়িকা। তিনি বলেন, কান চলচ্চিত্র উৎসবের মতো জায়গায় আমার ‘মা’ ছবির প্রদর্শনী হয়েছে। এটা খুব ভালো লাগার একটি ব্যাপার। পাশাপাশি বিষয়টি গর্বেরও।
আরোও পড়ুন। ২৯ বছর আগে ফিরলেন সুস্মিতা
এবার ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি পেতে যাচ্ছে ২৬শে মে। অপেক্ষায় আছি ছবিটি দেখার। আমি আমার বাস্তবের ছেলে রাজ্য ও পর্দার ছেলেকে নিয়ে ছবিটি উপভোগ করতে চাই। আর সেটা প্রথম শোতেই। এটা পরিচালক অরণ্য আনোয়ারের প্রতি আমার এই একটা চাওয়া। আশা করছি ছবিটি দর্শকরাও খুব উপভোগ করবেন। সূত্র : মানবজমিন
সুমি/হককথা