নিপুণের কাছে দুটি চুমু চেয়েছিলেন পীরজাদা হারুন

- প্রকাশের সময় : ০৭:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ৩৭ বার পঠিত
বিনোদন ডেস্ক : সদ্য শেষ হওয়া চলচিচত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ বিষয়ে আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তিনি উচ্চ আদালতে আবেদন করবেন। তিনি পুনরায় নির্বাচন চান।খবর
বাংলাদেশ জার্নাল
নির্বাচন নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, এফডিসির এমডি, নির্বাচন কমিশনার, জায়েদ খান এরা একটা গ্যাং। এরা আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আজকে বের হওয়ার সময় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, নিরাপত্তাহীনতার কারণে।
এসময় এবারের নির্বাচন কমিশনার পীরজাদা হারুন সম্পর্কে অভিযোগ তুলে বলেন, নির্বাচনের দিন সকালে পীরজাদা হারুন আমার কাছ থেকে উনার দুই গালে দুইটা কিস (চুমু) চাচ্ছিলেন। এসময় আমাদের প্যানেলের দুজন নারীপ্রার্থী জেসমিন ও শাহানূর উপস্থিত ছিলেন। আমার তখনই উচিত ছিলো উনার দুই গালে দুইটা চড় দেওয়া এবং নির্বাচন বন্ধ করে দেওয়া, যেটা আমি করিনি।
তিনি আরও বলেন, আমার মনে হলো এই বিষয়গুলো সাংবাদিকদের জানানো উচিত এবং সেগুলো সামনে আসা উচিত। সবার জানা উচিত যে, আমাদের এখানে কত নোংরামি হচ্ছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খানের কাছে মাত্র ১৬ ভোটে হেরেছেন নিপুণ আক্তার।
হককথা/এমউএ