নিজের জীবনে আসা পুরুষদের সম্পর্কে যা বললেন প্রিয়াঙ্কা
- প্রকাশের সময় : ০১:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ৩২ বার পঠিত
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাকে নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। এবার নিজের জীবনে আসা পুরুষদের সম্পর্কে নতুন তথ্য দিলেন প্রিয়াঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি এর সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় তিনি এমন পুরুষদের দেখেছেন জীবনে যারা অনিশ্চয়তায় ভুগেছে তার সাফল্য দেখে। তার জীবনে এর আগে আসা পুরুষেরা ছিল ‘নিরাপত্তাহীন’। অভিনেত্রীর বলেন, ‘আসলে সংসারের জন্য রোজগার করে পুরুষরা স্বাধীনতা আর গর্ব বোধ করে। কিন্তু আমাদের উচিত আমাদের ছেলেকে শেখানে এই দায়িত্ব তোমাক বোন, মা, দিদি, প্রেমিকা, বউ বা মেয়ের সঙ্গে ভাগ করে নিতে লজ্জিত হওয়ার কিছু নেই।’
আরোও পড়ুন । খেলা দেখালেন বুবলী
এর আগে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউডে শক্ত অবস্থান গড়া সত্ত্বেও কোনঠাসা করা হয়েছিল তাকে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আর আমি এসব এখন পছন্দ করি না। আমি এসব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। পিগি চপস এরইমধ্যে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কাজ করেছেন জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।
বেলী / হককথা