নন্দিনীর মাথায় ‘মিস ইন্ডিয়া’র মুকুট

- প্রকাশের সময় : ০২:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ৪৮ বার পঠিত
বিনোদন ডেস্ক : এবার মিস ইন্ডিয়ার মুকুট মাথায় উঠলো রাজস্থানের মেয়ে নন্দিনী গুপ্তার। ১৫ই এপ্রিল রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’-এর ৫৯তম আসর। অনুষ্ঠানে বিজয়ীর মুকুট পরিয়ে দেয়া হয় নন্দিনীকে। প্রতিযোগিতায় প্রথম রানারআপ দিল্লির শ্রেয়া পুঞ্জা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। ১৯ বছর বয়সী নন্দিনী বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। রাজস্থানের কোটা অঞ্চলে জন্ম নেন এই লাস্যময়ী। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী। অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের ছবি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, বিশ্ব-তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছেন।
আরোও পড়ুন । শুক্রবার পহেলা বৈশাখ : রোজায় অনুষ্ঠান আয়োজন নিয়ে কমিউনিটিতে মিশ্রপ্রতিক্রিয়া
আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার অপেক্ষায় আছি। এ জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য আমরা গর্বিত। প্রসঙ্গত, মিস ইন্ডিয়ার এবারের আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান-অনন্যা পান্ডে। সেই সঙ্গে এটি সঞ্চালনা করেন মনীশ পল ও ভূমি পেডনেকার। সূত্র : মানবজমিন
বেলী / হককথা