নতুন বছরে তারকাদের প্রত্যাশা

- প্রকাশের সময় : ০২:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ৪২ বার পঠিত
বিনোদন ডেস্ক: শুরু হয়েছে নতুন বছর ২০২১। করোনা দূর হয়ে এ বছর সবার জন্য মঙ্গল বার্তা নিয়ে আসুক- এমনটাই জানিয়েছেন বিনোদন জগতের তারকারা।
দর্শক হলমুখী হোক- শাকিব খান
প্রথমে চাই করোনার এই বিভীষিকা কেটে যাক। গত বছরটা ঘরবন্দি কেটেছে সবার। আতঙ্কে ছিলেন মৃত্যুভয়ে। মানসিক যে চাপ তৈরি হয়েছিল সবার মধ্যে, সেটার অবসান ঘটুক। চলচ্চিত্রে ফিরে আসুক প্রাণ। শুনেছি বড় নির্মাতারা ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। আশা করি, সেগুলো বাস্তবায়িত হবে। সবচেয়ে বেশি প্রত্যাশা, আবার দর্শক হলমুখী হোক।
ভালো কিছু অর্জন হোক- চঞ্চল চৌধুরী
প্রথমে চাই করোনার এই ভয়াবহতা কেটে যাক। ইন্ডাস্ট্রির উত্তরণ ঘটুক। আজকাল নাটক ও সিনেমার মান যেভাবে নিম্নগামী হচ্ছে, সেখান থেকেও পরিত্রাণ আসুক। স্বপ্ন দেখি আমাদের ওয়েব সিরিজ বিশ্ব প্ল্যাটফর্মে জায়গা করে নেবে। এ বছর আমার দুটি ছবি মুক্তি পাবে। গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। দর্শক ছবি দুটি গ্রহণ করুক এবং ভালো কিছু অর্জন হোক- সেটা মন থেকে চাই।
করোনা চলে যাক- মাহিয়া মাহি
একটা বছর বেকার চলে গেল। মন থেকে চাই করোনা চলে যাক। পরিত্রাণ পাই আমরা। নইলে আরেকটি বছর আমার জীবন থেকে চলে যাবে। আমার ক্যারিয়ারের একটি সেকেন্ডও লস করতে চাই না। আল্লাহর কাছে ক্ষমা চাই।
এ বছর সব ঠিক হয়ে যাবে- ইমরান
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, গত বছর আমাকে ও আমার পরিবারকে সুস্থ রেখেছেন। করোনা যেভাবে থাবা বসিয়েছিল, মনে হয়েছিল রেহাই পাব না। নতুন বছরেও সুস্থ থাকার জন্য সবার দোয়া চাই। আমি চাই প্রতিটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা যাঁরা শিল্পী তাঁরা গত বছরটা একদম বেকার ছিলাম। বিশেষ করে স্টেজ শো ছিল না। আশা করছি এ বছর সব ঠিক হয়ে যাবে। (দৈনি কালের কন্ঠ)