নজর কেড়েছে মা-মেয়ে
- প্রকাশের সময় : ০৩:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১০৬ বার পঠিত
অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ে হাজির ছিলেন বলিউড তারকাদের বড় একটি অংশ। বিয়েকে কেন্দ্র করে ভারতের গুজরাটের জামনগরে বসেছিল তারার হাট। এমনকি রিয়ান্না, মার্ক জুকারবার্গ, বিল গেটসও গিয়েছিলেন সেখানে। বিয়েতে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহা কাপুর। সবাইকে পেছনে ফেলে নেটিজেনদের নজর কেড়েছে তারা অভিনেত্রী তার মেয়ে রাহা কাপুর।
গোটা অনুষ্ঠানেই মেয়ের সঙ্গে মিলিয়ে জামা পড়তে দেখা যায় অভিনেত্রীকে। যার ছবি নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায় মায়ের সঙ্গে মিলিয়ে জামা পরেছে রাহা। মাথায় তার ঝুঁটি। ক্যামেরার দিকে তাকিয়ে দুজনই হাসছেন ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে আলিয়া ক্যাপশনে লেখেন ‘স্বাস্থ্যকর’।
মা মেয়ের এমন ছবি মুহূর্তেই ভক্তদের নজর কারে। এরপর ২৪ ঘণ্টা পার না হতেই রিয়্যাক্ট পরে ৬ লাখের মতো। ২০২২ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো মা হন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা রাহা। জন্মের পর থেকেই মেয়েকে ক্যামেরা থেকে অনেকটাই দূরে রাখেন এই তারকা দম্পতি। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন তারা। সূত্র : কালবেলা।